ব্রেট লি: ২০০২ সালে পার্থ টেস্টে লি-র বাউন্সার শেষ করে দিয়েছিল ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যালেক্স টিউডরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার।
ম্যালকম মার্শাল: অ্যান্ডি লয়েডের ক্রিকেট কেরিয়র শেষ করে দিয়েছিল মার্শালের বাউন্সার। মার্শালের বাউন্সার সোজা এসে লাগে হেলমেট না থাকা লয়েডের মাথায়। এর পর বেশ কিছু দিন হাসপাতালে কাটাতে হয় লয়েডকে।
শোয়েব আখতার: ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচে শোয়েবের বলে গুরুতর চোট পেয়েছিলেন গ্যারি কার্স্টেন।
গ্লেন ম্যাকগ্রা: ১৯৯৩ সালে ম্যাকগ্রার বলে চোট লেগে মাঠে পড়ে গিয়েছিলেন পিটার কার্স্টেন।
শোয়েব আখতার: ২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোয়েবের বাউন্সার সোজা গিয়ে লাগে লারার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।
অ্যলান ডোনাল্ড: ১৯৯৬ বিশ্বকাপে ডোনাল্ডের বলে চোট পেয়েছিলেন আমিরশাহি অধিনায়ক সুলতান জাকবানি।
জেফ থমসন:১৯৭৫ সালে জেফের বলে চোয়াল ভেঙেছিল কিংবদন্তি ক্লাইভ লয়েডের।
মিচেল জনসন: ২০১৪ সালে জনসনের বাউন্সার সোজা গিয়ে লাগে রায়ান ম্যাকলারেনের হেলমেটে।
কোর্টনি ওয়ালস: ১৯৯৪ সালে মোহালিতে ওয়ালসের বলে নাক ভেঙে গিয়েছিল মনোজ প্রভাকরের।
ইয়ান বিশপ: ১৯৯৫ সালে বিশপের বলে চোয়াল ভেঙেছিল ইংল্যন্ডের রবিন স্মিথের।