প্রতীকী চিত্র।
অনূর্ধ্ব-২৩ বাংলা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। কিন্তু তাঁর জন্মের প্রমাণত্র ‘কম্পিউটারাইসড’ না-হওয়ার কারণে খেলার অনুমতি দিচ্ছে না ভারতীয় বোর্ড। কাইফের পাশাপাশি একই সমস্যায় পড়েছেন বাংলার আরও এক ক্রিকেটার। তিনি দুর্গেশ কুমার দুবে। কাইফের মতো তাঁকেও দলের সঙ্গে জয়পুর নিয়ে যাওয়া হয়নি।
মরসুমের শুরুতেই অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার প্রকাশ রায়কে নির্বাসিত করেছিল বোর্ড। এই তিনজনের পরিবর্ত হিসেবে জয়পুর যাচ্ছেন সূরজ কুমার জয়সোয়াল, অরিক্ত দাস ও শুভ্রজিৎ দাস। সিএবি সূত্রে খবর, কম্পিউটারাইসড প্রমাণপত্রের জন্য আগেই আবেদন করেছিলেন কাইফ। তা ইতিমধ্যে বোর্ডকে পাঠিয়েও দেওয়া হয়েছে। কিন্তু দীপাবলির ছুটি থাকায় বোর্ড থেকে এখনও ছাড়পত্র পাওয়া যায়নি। দুর্গেশের সমস্যা যদিও মেটেনি। আগামী দু’দিন চন্দননগর পুরসভা বন্ধ। সংশোধিত প্রমাণপত্রের জন্য তাই আবেদনও করতে পারেননি ভবানীপুর ক্লাবের এই বাঁ-হাতি মিডিয়াম পেসার। ৩১ অক্টোবরের আগে কোনও ভাবেই তিনি বোর্ডের ছাড়পত্র পাবেন না।
সিএবি-র সিনিয়র নির্বাচক কমিটির সদস্য সাগরময় সেনশর্মা বলছিলেন, ‘‘কাইফকে এখনই নিয়ে যাওয়া হচ্ছে না। কারণ বোর্ড থেকে এখনও ছাড়পত্র পাওয়া যায়নি। ছাড়পত্র পেলে জয়পুর নিয়ে যাওয়া হবে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বয়স ভাড়ানোর অভিযোগ এই দু’জনের বিরুদ্ধে নেই। শুধুমাত্র কম্পিউটারাইসড প্রমাণপত্র না-থাকায় পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে হয়েছে।’’ অনূর্ধ্ব-২৩ বাংলা দল: কাজি জুনেইদ সৈফি (অধিনায়ক), সুদীপ ঘরামি (সহ-অধিনায়ক), অঙ্কুর পাল, অগ্নিভ পান, সৌরভ পাল, রনজ্যোত সিংহ খৈরা, অংশুমান চক্রবর্তী, করণ লাল, প্রদীপ্ত প্রামাণিক, আকাশ দীপ, শুভ্রজিৎ দাস, শাকিব হাবিব গাঁধী, সন্দীপন দাস, অরিক্ত দাস, অঙ্কিত মিশ্র, সৌরভ হালদার, সূরজ সিন্ধু জয়সোয়াল।