খারিজ: দু’ বছরের মধ্যেই সরে যেতে হচ্ছে কন্তেকে। ফাইল চিত্র
গত বছর মরসুমের মাঝপথেই চেলসিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, প্রাক মরসুম প্রস্তুতির ফাঁকেই ম্যানেজারের পদ থেকে আন্তোনিয়ো কন্তেকে বরখাস্ত করলেন চেলসি কর্তারা। নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল মাউরিজ়িয়ো সাররি-র। ২০১৬ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারের পরে ইতালির জাতীয় দলের দায়িত্ব ছাড়েন কন্তে। যোগ দেন চেলসিতে। অভিষেকের মরসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। কিন্তু গত বছর মরসুমের শুরু থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রথমে দিয়েগো কোস্তাকে দল থেকে ছেঁটে ফেলেন। যা টেক্সট করে স্প্যানিশ তারকাকে জানিয়েছিলেন কন্তে। ইপিএলে পঞ্চম স্থানে শেষ করে চেলসি। তবে মরসুম শেষ করেন এফএ কাপ জিতে। তা সত্ত্বেও চাকরি বাঁচাতে পারলেন না। যদিও চেলসি কর্তৃপক্ষ সরকারি ভাবে কন্তেকে বরখাস্ত করার খবর স্বীকার করেননি।