কোচের আশা, রাশিয়ায় গোল পাবেনই রোনাল্ডো

ফুটবল জীবনে লেভ ইয়াসিনের দেশে নিয়মিত গোল করেছেন রোনাল্ডো। মস্কোয় বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এর আগে ১২টি ম্যাচ খেলে তিনি আটটি গোল করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০৪:৪৪
Share:

প্রস্তুতি: মঙ্গলবার অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফপি

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার জুভেন্টাস মুখোমুখি হচ্ছে লোকোমোটিভ মস্কোর। মস্কোয় গ্রুপে দু’দলের এটা ফিরতি ম্যাচ। দিন পনেরো আগে তুরিনে দু’দলের প্রথম লড়াইয়ে পিছিয়ে পড়েও ইটালির ক্লাব ২-১ গোলে জিতেছিল। জুভেন্টাসের পাওলো দিবালা জোড়া গোল করেছিলেন। সেই ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাস ম্যানেজার মাউরিসিয়ো সাররির আশা, রাশিয়ায় পর্তুগিজ তারকা গোল পাবেন।

Advertisement

ফুটবল জীবনে লেভ ইয়াসিনের দেশে নিয়মিত গোল করেছেন রোনাল্ডো। মস্কোয় বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এর আগে ১২টি ম্যাচ খেলে তিনি আটটি গোল করেছেন। রোনাল্ডো নিজে অবশ্য বুধবারের ম্যাচ নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করেননি। জানিয়েছেন, এখন তাঁর মন খুবই খারাপ। এবং সেটা একটাই কারণে। পর্তুগাল জাতীয় দলে তাঁর সতীর্থ এভার্টনের আন্দ্রে গোমেসের ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে পা ভাঙায়। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়েই নিজের হতাশার কথা লিখেছেন জুভেন্টাসের

মহাতারকা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস এ বার গ্রুপ ডি-তে আছে। তাদের পয়েন্ট তিন ম্যাচে সাত। রোনাল্ডোরাই এখন গ্রুপে শীর্ষে। সাত পয়েন্টে আতলেতিকো দে মাদ্রিদও আছে। তবে তারা গোল করেছে কম, পাঁচটি (সেখানে জুভেন্টাসের গোল সাতটি)। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে দিয়েগো সিমিয়োনের ক্লাব আতলেতিকোও। তাদের সামনে জার্মানির বায়ার লেভারকুসেন।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত যা অবস্থা তাতে বুধবার জিততে পারলে অন্তত ছ’টি দলের নক-আউটে খেলা নিশ্চিত হয়ে যাবে। এই ছ’টি দল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি), ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, জুভেন্টাস ও আতলেতিকো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement