Khela News

৩-০ নয়, আপাতত মাশরাফির ভাবনা ‘ম্যাচ বাই ম্যাচ’

প্রতিপক্ষ যেই হোক তাদের প্রতি সব সময়ই অগাধ শ্রদ্ধা দেখান মাশরাফি। প্রথম ম্যাচের আগে কখনও সিরিজ জেতার কথা বলেন না। তাঁর কথাবার্তায় ঘুরে ফিরে আসে, ‘ভাল শুরু’। প্রথম ম্যাচ জিতলে, নজর দেন সিরিজের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৮:২৫
Share:

ছবি: সংগৃহীত।

প্রতিপক্ষ যেই হোক তাদের প্রতি সব সময়ই অগাধ শ্রদ্ধা দেখান মাশরাফি।

Advertisement

প্রথম ম্যাচের আগে কখনও সিরিজ জেতার কথা বলেন না। তাঁর কথাবার্তায় ঘুরে ফিরে আসে, ‘ভাল শুরু’। প্রথম ম্যাচ জিতলে, নজর দেন সিরিজের দিকে। ডাম্বুলায় শুভ সূচনা করেছে মাশরাফি বাহিনী। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলা ওয়ানডে সিরিজে বাংলাদেশ কি ৩-০ ব্যবধানে জিতবে বলে আশাবাদী?

Advertisement

প্রশ্ন শুনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুবই বিরক্ত হয়েছেন। এমন কথা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন তিনি। সোমবার ডাম্বুলায় মাশরাফি বলেন, ‘‘যে কোনও সিরিজে একটা ম্যাচ জিতলেই খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৫-০ তে জয় পাব কি না! আসলে আগে আগে এমন কথা না বলাই ভাল। কারণ এটি খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিততে চাই না। এই সিরিজ জিততে পারলে আমাদের জন্য খুবই ভাল হবে।’’

আরও পড়ুন

ভারতীয় বোলারদের দাপটে সিরিজ জয় এখন শুধু সময়ের অপেক্ষা

আপাতত বাংলাদেশ অধিনায়কের ভাবনা ‘ম্যাচ বাই ম্যাচ’ জয়। তাঁর কথায়, ‘‘একটা ম্যাচ খেলার পর আর একটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভাল। খেলোয়াড়দের জন্য তা সুবিধা হয়। পুরো সিরিজ নিয়ে ভাবতে গেলে অনেক বেশি চাপ তৈরি হয়। যা খেলায় প্রভাব পড়ে।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তাই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। অবশ্য এ সব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement