পদকের সামনে মেরি কম

সিরিঞ্জ-কাণ্ডে ভারতীয় বক্সারদের মুক্তি পাওয়ার দিনেই ভাল একটা ‘ড্র’ পেয়ে গেলেন তাঁরা। ৪৮ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে মেরির প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের মেগান গর্ডন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৪:২৪
Share:

কমনওয়েলথ গেমসের রিংয়ে না নেমেই পদক জয়ের সামনে এসে দাঁড়িয়েছেন মেরি কম। নিজের প্রথম বাউটেই যদি জিতে যান মেরি, তা হলে কমনওয়েলথ পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর।

Advertisement

সিরিঞ্জ-কাণ্ডে ভারতীয় বক্সারদের মুক্তি পাওয়ার দিনেই ভাল একটা ‘ড্র’ পেয়ে গেলেন তাঁরা। ৪৮ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে মেরির প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের মেগান গর্ডন। ৮ তারিখ ওই ম্যাচ জিতলে ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যাবে ৩৫ বছর বয়সি এই বক্সারের। মেয়েদের এই বিভাগে এ বার মাত্র আট জন বক্সার নামছেন।

ভারতের পুরুষ বক্সাররাও খারাপ ‘ড্র’ পাননি। বাই পেয়ে শেষ ষোলোয় উঠে গিয়েছেন বিকাশ কৃষাণও (৭৫ কেজি)। একই ভাবে উঠেছেন মণীশ কৌশিকও (৬০ কেজি)। এই টুর্নামেন্টে আসার আগে বুলগেরিয়ায় স্ট্রাঞ্জা মেমোরিয়াল টুর্নামেন্টে সোনা জিতেছেন বিকাশ। ৯১ কেজি বিভাগে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী সতীশ কুমারও বাই পেয়েছেন। কিন্তু তাঁর বিভাগে সূচি যে-হেতু খুব একটা বড় নয়, তাই তিনি ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন। মেয়েদের ৫১ কেজি বিভাগে পিঙ্কি জাঙরাও কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন এবং সেখানে তাঁর মুখোমুখি হবেন ইংল্যান্ডের লিজা হোয়াইটসাইড। ভারতীয় বক্সারদের মধ্যে সর্বকনিষ্ঠ ১৯ বছরের নমন তনওয়ার নামছেন ৯১ কেজি বিভাগে। তাঁর সামনে তানজানিয়ার হারুনা মহান্দো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement