Sport News

ও মারিয়া, সামনে সেরিনা

ডোপ করায় নির্বাসন কাটিয়ে এসে রোলঁ গ্যারোজে শনিবারই সেরা ম্যাচ খেললেন শারাপোভা। এক ঘণ্টার ঠিক ১ মিনিট কম লাগল তাঁর ষষ্ঠ বাছাই ক্যারোলিনা প্লিসকোভার বিরুদ্ধে জিততে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০৩:৪৫
Share:

তৃপ্ত: রোলঁ গ্যারোজে প্লিসকোভাকে হারিয়ে শারাপোভা। ছবি: গেটি ইমেজেস

গ্র্যান্ড স্ল্যামে আবার দেখা যাবে সেরিনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা। ২০১৬ সালের যুক্তরাষ্ট্র ওপেনের পরে প্রথম বার। রোলঁ গ্যারোজে তৃতীয় রাউন্ডে দু’জনই জিতলেন দাপট দেখিয়ে। সেরিনা হারালেন জার্মানির জুলিয়া জর্জেসকে। পাশাপাশি শারাপোভার সামনে দাঁড়াতেই পারলেন না চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। পুরুষদের বিভাগে রাফায়েল নাদালও একপেশে জয় পেলেন ফ্রান্সের রিশার্ড গ্যাসকের বিরুদ্ধে। অনায়াসে চতুর্থ রাউন্ডে পৌঁছলেন সিমোনা হালেপ, গাব্রিন মুগুরুজাও।

Advertisement

শারাপোভার মতো দাপট না থাকলেও জার্মানির জুলিয়া জর্জেসের বাধা পেরোতে বিশেষ বেগ পেতে হল না সেরিনাকে। জিতলেন ৬-৩, ৬-৪ । বোঝালেন কেন জিমি কোনর্স বলেছেন, ‘‘যে কারও বিরুদ্ধে যে কোনও সময় ফেভারিট সেরিনা।’’ কার্যত জিমির কথাটাই মেনে নিয়ে শারাপোভাও বললেন, ‘‘সংখ্যা মিথ্যে কথা বলে না।’’

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে রুশ টেনিস সুন্দরীর সঙ্গে সেরিনা উইলিয়ামসের সম্ভাব্য সাক্ষাত নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। মারিয়ার আরও মন্তব্য, ‘‘সেরিনার সঙ্গে খেলতে নামা মানে সব সময়ই পিছিয়ে থেকে শুরু করতে হবে। তাই চ্যালেঞ্জটা নিতে হয় উল্টোদিকে যে থাকে তার।’’

Advertisement

প্রত্যয়: দ্রুত নিজেকে ফিরে পাচ্ছেন সেরিনা। ছবি: এএফপি।

এর আগে সেরিনার সঙ্গে শারাপোভার দেখা হয়েছে ২১ বার। ফল সেরিনার পক্ষে ১৯-২। যা নিয়ে শারাপোভার স্বীকারোক্তি, ‘‘ওর খেলায় এমন বেশ কিছু দিক আছে যেখানে আমি অনেক অনেক পিছিয়ে।’’ ডোপ করায় নির্বাসন কাটিয়ে এসে রোলঁ গ্যারোজে শনিবারই সেরা ম্যাচ খেললেন শারাপোভা। এক ঘণ্টার ঠিক ১ মিনিট কম লাগল তাঁর ষষ্ঠ বাছাই ক্যারোলিনা প্লিসকোভার বিরুদ্ধে জিততে। কতটা দাপট নিয়ে জিতলেন তার প্রমাণ ৬-২, ৬-১ স্কোরে। শারাপোভা নিজেও হালফিলে এতটা খুশি হননি। তৃতীয় রাউন্ডের এই ম্যাচ নিয়ে তাঁর কথা, ‘‘জানতাম প্লিসকোভাকে হারানো সহজ নয়। আসলে কোর্টে ফিরে আসার পর থেকে প্রথম লক্ষ্য ছিল সেরাদের হারানো। আজ সেটা পেরেছি। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলাম। শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখতে পেরেছি।’’

প্লিসকোভার বিরুদ্ধে পেরেছেনে। এখন দেখার ‘চিরশত্রু’ সেরিনার সামনে কত দূর কী করতে পারেন। শেষ বার যুক্তরাষ্ট্র ওপেনে সেরিনাই কিন্তু জিতেছিলেন। আর এ বার শারাপোভার সুবিধা সেরিনার চেয়ে একটু হলেও বেশি বিশ্রাম পাচ্ছেন। তা ছাড়া তাঁর প্রত্যাবর্তনটা ঘটেছে সেরিনার কিছু দিন আগে। শনিবার শারাপোভা মেরেছেন ১৮টি উইনার। প্রসঙ্গত তাঁর মতোই প্লিসকোভাও বিশ্বের প্রাক্তন এক নম্বর। এ বারের প্রতিযোগিতায় প্রথম দিকে মারিয়ার সার্ভিস নিয়ে সমস্যা হচ্ছিল। তাই রিচেল হোগেনকাম্প বা ডোনা ভেকিচের বিরুদ্ধে সহজে জেতেননি। কিন্তু শনিবার তাঁর খেলা আক্ষরিক অর্থেই হয়ে উঠল নিখুঁত।

শারাপোভার মতোই একেবারে বিধ্বংসী মেজাজে খেললেন রাফায়েল নাদালও। ক্লে কোর্টের রাজার সামনে তাঁর ফরাসি বন্ধু রিশার্ড গ্যাসকে কার্যত উড়ে গেলেন। নাদাল জিতলেন স্ট্রেট সেটে। ৬-৩, ৬-২, ৬-২ স্কোরই প্রমাণ করছে এই ম্যাচে গ্যাসকে দাঁড়াতেই পারেননি। অথচ এই ম্যাচটা নিয়েও রাফা বেশ চিন্তিত ছিলেন। ম্যাচের পরে মনে হয়েছে, নাদাল আসলে ভদ্রতা করেছিলেন। এটা পরিষ্কার যে ফরাসি ওপেনে ১১ নম্বর খেতাব জয়ের তিনি প্রবল দাবিদার। রাফা অবশ্য বললেন, ‘‘এতট সহজে জিতব ভাবিনি। তবে তার মানে এই নয় যে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। এখনও অনেকটা রাস্তা যেতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement