শাস্তি কমে গেল শারাপোভার

দু’বছর কোর্টে নামতে না পারার যন্ত্রণা থেকে কিছুটা মুক্ত তিনি। আগামী বছর এপ্রিল মাসে ফের টেনিসবিশ্বে প্রত্যাবর্তন গ্ল্যামার রানির। দু’বছরের শাস্তি কমে ১৫ মাস হওয়ায় ২০১৭-র এপ্রিল মাসেই কোর্টে নামতে চলেছেন মারিয়া শারাপোভা।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:২২
Share:

দু’বছর কোর্টে নামতে না পারার যন্ত্রণা থেকে কিছুটা মুক্ত তিনি। আগামী বছর এপ্রিল মাসে ফের টেনিসবিশ্বে প্রত্যাবর্তন গ্ল্যামার রানির। দু’বছরের শাস্তি কমে ১৫ মাস হওয়ায় ২০১৭-র এপ্রিল মাসেই কোর্টে নামতে চলেছেন মারিয়া শারাপোভা।

Advertisement

ঘটনাটা কী? জানুয়ারি মাসের শুরুর থেকেই মেলডোনিয়ামকে নিষিদ্ধ ওষুধের তালিকায় রেখেছিল টেনিস ফেডারেশন। কিন্তু ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে সেই মেলডোনিয়াম নেওয়ার অভিযোগ উঠেছিল শারাপোভার বিরুদ্ধে। শারাপোভার দাবি ছিল, অজান্তেই সেটা নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পাঠানো ই-মেল তিনি দেখতে ভুলে গিয়েছিলেন। শারাপোভার যুক্তি আমল পায়নি, ফলে দু’বছর টেনিস থেকে নির্বাসিত হন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement