এশীয় চ্যাম্পিয়ন শটপাটার মনপ্রীত কৌর চার বছরের জন্য নির্বাসিত। চারটি ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে মনপ্রীতকে নির্বাসিত করে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা)। ২০ জুলাই ২০১৭ থেকে মনপ্রীতকে নির্বাসিত হিসেবে ধরা হবে। সে দিনের পর থেকে যে ক’টি পদক তিনি পেয়েছেন, প্রত্যেকটি নিয়ে নেওয়া হবে। মঙ্গলবার নাডা-র ডিরেক্টর নবীন আগরওয়াল বলেছেন, ‘‘হ্যাঁ, চার বছরের জন্য নির্বাসিত হয়েছেন মনপ্রীত।’’ ২০১৭ সালে চার বার ডোপ পরীক্ষা হয় মনপ্রীতের। কিন্তু এক বারও পাশ করতে পারেননি তারকা শটপাটার। ডোপ-বিরোধী আবেদন প্যানেলে তাঁর অভিযোগের বিরুদ্ধে আবেদন করার সুযোগ মনপ্রীতের রয়েছে। কিন্তু তিনি তা করবেন কি না বলা যাচ্ছে না। যে চারটি প্রতিযোগিতায় মনপ্রীত নেমেছিলেন, প্রত্যেকটিতেই সোনা জিতে ফিরেছেন।