ফাইল চিত্র।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের পারিচালন গোষ্ঠী ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি) এ’বছরের শেষে কোনও ভারতীয় ক্লাবে লগ্নি করতে পারে। এই সম্ভাবনার কথা জানিয়েছেন, সিএফসি-র চিফ এক্সিকিউটিভ ফেরানো সোরিয়ানো স্বয়ং।
কিন্তু কোন ক্লাবে তারা লগ্নি করবে? আইএসএলের দু’টি ক্লাবের নাম জানা গিয়েছে। যাদের মধ্যে মুম্বই সিটি এফসি-র সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে খবর। পাশাপাশি তারা কথা বলেছে জামশেদপুর এফসি-র সঙ্গেও। মুম্বই সিটি এফজি-র এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘গত বছর ওরা ভারতে এসে আমাদের সঙ্গে জামশেদপুরের খেলা দেখেছে। এবং নিশ্চিত ভাবে আমাদের সঙ্গেই মূলত কথা হয়েছে ওদের।’’ মুম্বই সিটির অন্য এক কর্তার মন্তব্য, ‘‘গত আট মাস ধরে ওদের সঙ্গে আমাদের কথা চলছে। ওদের লগ্নি পাওয়ার ব্যাপারে আমরাই সুবিধাজনক অবস্থায় আছি।’’
ম্যান সিটির মালিক আবু ধাবির রাজপরিবারের সদস্য মনসুর মালিক। সম্প্রতি তিনি চিনের তৃতীয় ডিভিশনের ক্লাব সিঞ্চুয়ানকে কিনেছে। এই নিয়ে টানা সাতটি ক্লাবে তারা লগ্নি করল। একটি সংবাদমাধ্যমকে সিটি গ্রুপের প্রধান সোরিয়ানো বলেছেন, ‘‘ফুটবল অসম্ভব জনপ্রিয় এমন বেশ কিছু দেশের বাজারে আমরা লগ্নি করতে চাই। সেটা শুধু চিন নয়। ভারতের ব্যাপারেও আমরা দারুণ আগ্রহী। টানা দু’বছর ধরে ভারতের বাজার বোঝার চেষ্টা করেছি আমরা।’’