ফের সিটি বনাম ওয়েঙ্গার দ্বৈরথ

আর্সেনালের একের পর এক ব্যর্থতার পরে ক্রমশ জোরদার হচ্ছে ‘ওয়েঙ্গার হঠাও’ দাবি। গ্যারি নেভিল থেকে ইয়ান রাইট, সবাই মনে করেন এ বার সরে যাওয়ার সময় হয়েছে আর্সেনাল ম্যানেজারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৫:১৭
Share:

নজরে: ভবিষ্যৎ নিয়ে ভাবছেন  না ওয়েঙ্গার। ফাইল চিত্র

আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে এখন যত বেশি লড়তে হচ্ছে মাঠে, তার চেয়ে অনেক বেশি লড়তে হচ্ছে মাঠের বাইরে।

Advertisement

আর্সেনালের একের পর এক ব্যর্থতার পরে ক্রমশ জোরদার হচ্ছে ‘ওয়েঙ্গার হঠাও’ দাবি। গ্যারি নেভিল থেকে ইয়ান রাইট, সবাই মনে করেন এ বার সরে যাওয়ার সময় হয়েছে আর্সেনাল ম্যানেজারের। কিন্তু ওয়েঙ্গার এ সব সমালোচনা গায়েই মাখছেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নামার আগে ওয়েঙ্গার বলে দিচ্ছেন, তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত নন।

আগের ম্যাচেই কারাবাও কাপের ফাইনালে সিটির কাছে হারতে হয়েছে আর্সেনালকে। যা নিয়ে বুধবার ওয়েঙ্গার বলেছেন, ‘‘আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গিয়েছি সিটির কাছে। আপনারা যদি ম্যাচটা খতিয়ে দেখেন, তা হলে দেখবেন সিটি মোট তিনটে শট রেখেছিল গোলে। আমরা দু’টো। ওরা সুযোগ কাজে লাগিয়েছে। আমরা পারিনি। আমাদের এ বার সুযোগগুলো কাজে লাগাতে হবে।’’ বৃহস্পতিবারের ইপিএলে সিটির বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য কোনওরকম ঢিলেঢালা মেজাজ দেখাতে নারাজ ওয়েঙ্গার। বুধবার লন্ডনের অত্যন্ত খারাপ আবহাওয়া অগ্রাহ্য করে ফুটবলারদের ট্রেনিংয়ে আসতে বলেন ওয়েঙ্গার। তুষার ঝড় অগ্রাহ্য করে আর্সেনাল ফুটবলারদের ট্রেনিংয়ে নেমে পড়তে দেখা যায়। সাংবাদিক বৈঠকে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে ওয়েঙ্গারের ভাগ্য নিয়ে। যা শোনার পরে আর্সেনাল ম্যানেজারের প্রতিক্রিয়া, ‘‘আমার চাকরি নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমার ভাবনা এখন শুধু পরের ম্যাচ নিয়ে। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে আমাদের কাজটা হবে পরের ম্যাচের ওপরে ফোকাস করা।’’

Advertisement

এরই মধ্যে আবার বার্সেলোনা ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা মন্তব্য করেছেন, ক্লাবের উচিত ওয়েঙ্গারকে সরিয়ে থিয়েরি অঁরি-কে ম্যানেজার নিযুক্ত করা। লাপোর্তা বলেছেন, ‘‘অঁরি কিন্তু একটা সময় আর্সেনালের পেপ গুয়ার্দিওলা হয়ে উঠতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement