EPL

২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করল ম্যাঞ্চেস্টার সিটি

Advertisement

, নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ০৯:৫৯
Share:

ছবি টুইটার

২০১৭ সালের পর সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত থেকে ফের নিজেদের রেকর্ডই স্পর্শ করল ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার তারা ৪-১ গোলে হারায় উলভসকে। ১৫ মিনিটেই লিয়েন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে কনরের গোলে সমতা ফেরায় উলভস।

Advertisement

এরপর অনেক চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারছিলেন না সিটির ফুটবলাররা। খেলার শেষের দশ মিনিট আক্রমণের ঝড় তোলে তারা। ৮০ মিনিটে গ্যাব্রিয়াল জেসুস দলকে এগিয়ে দেন। ওয়াকারের ক্রস থেকে গোল করেন তিনি। রিয়াদ মাহরেজ গোল করেন ৯০ মিনিটে। সংযুক্তি সময়ে ব্যবধান আরও বাড়ান জেসুস। শুধু টানা ২৭ ম্যাচ জেতাই নয়, টানা ১৯ টি প্রিমিয়ার লিগের ম্যাচে এক মিনিটও পিছিয়ে থাকতে হয়নি সিটিকে।

এই জয়ের ফলে দুনম্বরে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে ১৫ পয়েন্টের ব্যবধান গড়ে ফেলল সিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement