ইপিএলে প্রথম চারে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। লুইস ফান গলের টিম মঙ্গলবার ২-৩ গোলে উলফসবার্গের কাছে হেরে নক আউটের দৌড় থেকে ছিটকে গেল। নক আউটে চলে যায় জার্মান দল। সঙ্গে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করেছে পিএসভি আইন্দোভেনও।
এ দিন ম্যাচের গোড়াতেই যদিও অ্যান্থনি মার্শালের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। তিন মিনিটের মধ্যেই জবাব দেয় জার্মান দল নালদোর গোলে। এর পর ভিয়েরিনহার গোলে এগিয়ে যায় তাঁরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে উলফবার্গের জোশুয়া গুইলাভোগুই আত্মঘাতী গোল করে বসার পর রেড ডেভিলস সমর্থকরা ভেবেছিলেন তাঁরা শেষ ষোলোয় চলে গিয়েছেন। ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু নালদো দু’মিনিট পরই ফের এগিয়ে দেয় উলফসবার্গকে। যে ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি ফান গলের দল।
ম্যাচের পর ডাচ কোচের স্ট্র্যাটেজির প্রবল সমালোচনা হয়। বিশেষ করে দুর্বল ডিফেন্সের। যদিও ফাল গল আবার সমালোচনা করেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের। প্রাক্তন বায়ার্ন মিউনিখ তারকাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেন ডাচ কোচ। ম্যাচের পর ফান গল বলেন, ‘‘আমি বায়ার্নে থাকার সময় যে সোয়াইনস্টাইগারকে দেখেছি তার সঙ্গে আজকের সোয়াইনস্টাইগারের পার্থক্য স্পষ্ট। কারণ ছাড়া আমি কোনও প্লেয়ারকে তুলে নিই না। আশা করি ও মরসুমের বাকি ম্যাচে আরও ভাল খেলবে।’’