মাহমুদউল্লাহ। ছবি: এএফপি।
শততম টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে মাহমুদউল্লাহ থাকবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সব সংশয়কে দূরে ঠেলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের দলে রেখে দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে। এই দলে নতুন মুখ বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম।
আরও খবর: ১০০তম টেস্টের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
২৫ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ হবে দিন-রাতের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মোর্তাজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।