কাশ্মীরে কাজ শুরু ধোনির

বুধবার সংবাদসংস্থা পিটিআই-কে সেনাবাহিনীর এক আধিকারিক বলেছেন, ‘‘লেফটেন্যান্ট কর্নেল ধোনি এখানে এসেছেন এবং নিজের ইউনিটে যোগ দিয়েছেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০৫:২৭
Share:

মধ্যমণি: বুধবার শ্রীনগরে সেনাশিবিরে ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি। পিটিআই

টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাজ শুরু করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

বুধবার সংবাদসংস্থা পিটিআই-কে সেনাবাহিনীর এক আধিকারিক বলেছেন, ‘‘লেফটেন্যান্ট কর্নেল ধোনি এখানে এসেছেন এবং নিজের ইউনিটে যোগ দিয়েছেন।’’ আগামী ১৫ অগস্ট পর্যন্ত ধোনি দক্ষিণ কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়নের হয়ে কাজ করবেন। যে অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ একটু বেশিই হয়ে থাকে। ধোনির কাজের মধ্যে থাকবে টহলদারি এবং পোস্ট ডিউটি।

বিশ্বকাপ খেলে দেশে ফেরার পরে ধোনি নির্বাচকদের জানিয়ে দিয়েছিলেন, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না। আগামী দু’মাস তিনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল হিসেবে কাজ করতে চান সীমান্তে। শুধু তাই নয়। তিনি এ-ও জানান, আলঙ্কারিক কাজকর্মের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকতে চান না। তার বদলে অন্যদের মতোই দেশের সুরক্ষার জন্য কাজ করবেন। সেই অধ্যায় শুরু হল এ দিন থেকে।

Advertisement

ধোনি যে দলের সঙ্গে দক্ষিণ কাশ্মীরের অঞ্চলে টহলদারি করবেন, তার নাম ‘ভিক্টর ফোর্স’। যাদের মূল কাজের মধ্যে থাকে জঙ্গি দমনের কৌশল রপ্ত করা। যদিও ধোনির ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। তবে আগামী ১৫ অগস্ট পর্যন্ত পুরোদস্তুর সেনার মতোই ধোনিকে থাকতে হবে এবং নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। এর আগে ২০১১ সালে ধোনি সেনার সঙ্গে প্যারাট্রুপার হিসেবে ট্রেনিং সম্পূর্ণ করেছিলেন। উড়ান থেকে লাফিয়ে প্যারাট্রুপারের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন সসম্মানে। এ বার নতুন ইনিংস শুরু হল ‘ক্যাপ্টেন কুলের’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement