Mahendra Singh Dhoni

পর পর পাঁচ ছক্কা! চেন্নাইয়ের নেটে কামব্যাকের ইঙ্গিত ধোনির

ধোনি নেমেও পড়েছেন আইপিএলের অনুশীলনে। সুরেশ রায়নার সঙ্গে অনুশীলনে ৩৮ বছর বয়সি ধোনিকে সেরা ছন্দে দেখিয়েছে। টানা পাঁচ বলে ছয় হাঁকিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৫:২৩
Share:

চেন্নাইয়ের জার্সিতে ফের পুরনো মেজাজে ব্যাট করতে দেখা যাবে ধোনিকে? —ফাইল ছবি।

চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ঝড় তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। নেটে পর পর মারলেন পাঁচটি ছয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল ধোনিকে। তার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির কেরিয়ার নিয়ে চলছিল জল্পনা। ধোনি চুপচাপ থাকায় আলোচনা আরও বেড়েছে। জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এর মধ্যেই জানান যে আইপিএলের পারফরম্যান্স ধোনির জাতীয় দলে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ধোনি নেমেও পড়েছেন আইপিএলের অনুশীলনে। সুরেশ রায়নার সঙ্গে অনুশীলনে ৩৮ বছর বয়সি ধোনিকে সেরা ছন্দে দেখিয়েছে। টানা পাঁচ বলে ছয় হাঁকিয়েছেন তিনি। এই ভিডিয়ো দেখে সমর্থকরা রীতিমতো খুশি। বোঝাই যাচ্ছে, আইপিএলে ভাল কিছু করার লক্ষ্যে বদ্ধপরিকর এমএসডি। আর আইপিএলে এমনিতেও সিএসকে-র হলুদ জার্সিতে ধোনির রেকর্ড দুর্দান্ত। নির্বাসন কাটিয়ে ফেরার পর ২০১৮ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। আবার, ২০১৯ সালের আইপিএলে ফাইনালে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল ধোনির দল।

Advertisement

আরও পড়ুন: নতুন নির্বাচক প্রধান সুনীল জোশী আইপিএলে খেলেছেন বিরাটের সঙ্গেও! জানতেন?

আরও পড়ুন: ওদের তিন পেসারের মোকাবিলায় আমাদের একা উনাদকটই যথেষ্ট, ফাইনালের আগে হুঙ্কার ঘাউড়ির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement