মহমেডানের নজরে ইয়াকুবু

মহমেডানের নজরে ঘানার গোলমেশিন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে দলকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ স্ট্রাইকার ইউসিফ ইয়াকুবুর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মহমেডান।

Advertisement
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০৩:০৯
Share:

মহমেডানের নজরে ঘানার গোলমেশিন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে দলকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ স্ট্রাইকার ইউসিফ ইয়াকুবুর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মহমেডান। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন মহীন্দ্রা ইউনাইটেড, ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেলা স্ট্রাইকার। এই মুহূর্তে ঘানার এক স্থানীয় ক্লাবে খেলছেন তিনি। তাই ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement

মহমেডান কোচ সু্ব্রত ভট্টাচার্য জুনিয়র বললেন, ‘‘জানুয়ারিতে সিকিম ম্যাচের আগে ইয়াকুবুকে পেলে ভাল হবে। ও খুব ভাল প্লেয়ার। দল আরও শক্তিশালী হবে।’’ আবার ক্লাবের অন্যতম কর্তা রাজু আহমেদ বললেন, ‘‘আই লিগের দ্বিতীয় ডিভিশনে দল যাতে আরও ভাল খেলে সেই জন্যই ইয়াকুবুকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে চলে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement