ফেডারেশন কাপ জাতীয় অ্যাথলেটিক্সে জ্যোতির্ময়ী শিকদারের আঠারো বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে আটশো মিটারে সোনা জিতলেন টিন্টু লুকা। পিটি ঊষার ছাত্রী রিও অলিম্পিক্সের যোগ্যতা আগেই পেয়েছিলেন। এই ইভেন্টে এশিয়া চ্যাম্পিয়ন টিন্টু এ দিন জ্যোতির্ময়ীর ২.০২.২৮ মিনিট ভেঙে সময় করলেন ২.০১.৮৪। ব্রোঞ্জ পেলেন বাংলার শিপ্রা সরকার। এ দিকে একশোর পর দু’শো মিটারে সোনা জিতে ‘ডাবল’ করতে পারলেন না ওড়িশার দ্যুতি চন্দ। দিনের সবচেয়ে সাড়া ফেলা ইভেন্টে নিজের রাজ্যের টিমমেট শ্রাবণী নন্দার (২৩.৩৯ সেকেন্ড) কাছে হেরে রুপোয় সন্তুষ্ট থাকতে হল দ্যুতিকে (২৩.৪১ সেকেন্ড)। ক’দিন আগে অন্য এক মিটেও দ্যুতিকে হারিয়েছিলেন শিপ্রা। তবে দু’জনেই রিও-র যোগ্যতামান ২৩.২০ সেকেন্ড ছুঁতে পারেননি। এ দিকে, গুরুতর চোট পেয়ে উদ্বেগে রাখলেন ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডের মালকিন ময়ূখা জনি। রিওর টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এখানে নেমেছিলেন ময়ূখা। কিন্তু প্রথম লাফের সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্রী ভাবে গোড়ালি দুমড়ে পড়ে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান। পরে জানা যায় তাঁর পা ভাঙেনি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আরও পরীক্ষা করে দেখছেন। পুরুষদের ট্রিপল জাম্পে ১৬.৪৭ মিটার লাফিয়ে সোনা জেতেন রণজিৎ মহেশ্বরী।