টেস্ট সিরিজে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না লোকেশ রাহুল

ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটো প্রস্তুতি ম্যাচেই হাফসেঞ্চুরি করা লোকেশ রাহুলের প্রথম টেস্টে সুযোগ পাওয়া নিয়ে বিশেষ সন্দেহ থাকার কথা নয়। কিন্তু তরুণ ভারতীয় ওপেনার বলছেন, এই চিন্তা তাঁর মাথাতেই আসেনি।

Advertisement

সংবাদ সংস্থা

সেন্ট কিটস শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০৩:২০
Share:

ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটো প্রস্তুতি ম্যাচেই হাফসেঞ্চুরি করা লোকেশ রাহুলের প্রথম টেস্টে সুযোগ পাওয়া নিয়ে বিশেষ সন্দেহ থাকার কথা নয়। কিন্তু তরুণ ভারতীয় ওপেনার বলছেন, এই চিন্তা তাঁর মাথাতেই আসেনি।

Advertisement

প্রথম প্রস্তুতি ম্যাচে ৫১ করার পর দ্বিতীয় ম্যাচে ৬৪ রানে অবসর নেন লোকেশ। যার পরে তিনি বলেছেন, ‘‘দল বাছাই আমার নিয়ন্ত্রণে নেই। প্লেয়ার হিসেবে আমাদের কাজ হল নিজেদের তৈরি রাখা আর সুযোগ পেলে পারফর্ম করা।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘টেস্ট শুরুর এক সপ্তাহ বাকি আছে। দু’এক দিনের মধ্যে বুঝে যাব কারা সুযোগ পাচ্ছে। এটা নিয়ে অবশ্য আমি একেবারেই চিন্তিত নই। যা হওয়ার, তাই হবে।’’

সফরে নিজের প্রস্তুতি নিয়ে চব্বিশ বছরের কর্নাটকী বলছেন, ‘‘আমাদের প্ল্যান ছিল ওয়েস্ট ইন্ডিজে আগে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। দু’ইনিংসে যে ভাবে ব্যাট করেছি, তাতে আমি খুশি। এ সব পিচে রান পাওয়া সহজ নয়। তবে এখন মনে হচ্ছে আমি তৈরি।’’

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট এগারোর বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ভারত ৩৬৪ অল আউট হয়ে যায়। লোকেশ ছাড়া রান পেয়েছেন বিরাট কোহালি (৫১) এবং রবীন্দ্র জাডেজা (৫৬)। এ সবের মধ্যে চিন্তার হল, ক্যারিবিয়ান অফস্পিনার রহকিম কর্নওয়ালের ৫-১১৮ বোলিং হিসেব। যা স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং-দুর্বলতার সূচক। লোকেশ যদিও বলছেন, ‘‘স্পিন-সহায়ক পিচ হলে আমরাই বাড়তি সুবিধে পাব। আমাদের তিনজন জাত স্পিনার আছে যারা টেস্টে ভাল ফর্মে। টার্নিং উইকেট পেলে আমরা খুশিই হব।’’

নতুন কোচ অনিল কুম্বলেকে নিয়ে সতীর্থদের মতো লোকেশও উচ্ছ্বসিত। বলেছেন, ‘‘মানুষ হিসেবে উনি যতটা আগ্রাসী, ক্রিকেটটাও সে ভাবে খেলে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজে উনি দারুণ খেলেছেন। এ রকম কারও পরামর্শ পাওয়াটা দারুণ ব্যাপার। আমাদের সবাইকে খুব স্বচ্ছন্দ করে দিয়েছেন উনি। টিম হিসেবে একসঙ্গে অনেক কিছু করছি, যাতে বোঝাপড়া আরও বাড়ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement