জেতার লক্ষ্যে নেমেছেন ভারতীয় হকি খেলোয়াড়েরা। ছবি: পিটিআই
বক্সে ঢুকে ক্রস দেন মনদীপ। তাতে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিংহ।
হরমনপ্রীতের ক্রস থেকে গোল করেন মনদীপ। রিভিউ নেয় পাকিস্তান। রিভিউ দেখে গোল বাতিল করেন টেলিভিশন আম্পায়ার।
পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে তৃতীয় গোল করলেন যুগরাজ সিংহ।
২-০ এগিয়ে যাওয়ার পরে চাপ বাড়াচ্ছে ভারত। একের পর এক আক্রমণ করছে তারা। চাপে পাকিস্তানের রক্ষণ।
দ্বিতীয় কোয়ার্টারে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করলেন হরমনপ্রীত। ব্যবধান বাড়াল ভারত।
প্রথম কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংহের ক্রস থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ১-০ এগিয়ে ভারত।
প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তানের বক্সে আক্রমণে ওঠে ভারত। লং বল পান মনদীপ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
খেলার শুরু থেকেই চাপ বাড়াচ্ছে পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। রেফারি গোল দেন। রিভিউ নেয় ভারত। রিপ্লে দেখে গোল বাতিল করেন টেলিভিশন আম্পায়ার। কিন্তু ভারতের বিরুদ্ধে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন তিনি। উমর ভুট্টোর ক্রস থেকে সুফিয়ানের শট ভাল বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।