Football

পাপার পায়ে বাজিমাত, পাঁচ বছর পরে ভারতসেরা মোহনবাগান

আইজলকে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। গোল করেন পাপা দিওয়ারা। তিনি দলে যোগ দেওয়ার পরে সবুজ-মেরুন আরও উজ্জ্বল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১৭:০৮
Share:

কল্যাণীতে ভারতসেরা মোহনবাগান। উচ্ছ্বসিত বাগান সমর্থকরা।

মোহনবাগান — ১ আইজল— ০

Advertisement

(পাপা)

পাঁচ বছর পরে আই লিগ ঢুকল বাগানে। মঙ্গলবার কল্যাণীতে আইজলকে হারিয়ে ভারতসেরা হয়ে গেল সবুজ-মেরুন শিবির। খেলার ৮০ মিনিটে পাপা দিওয়ারার শট আইজলের জাল কাঁপিয়ে দেয়। পাপাকে গোলের পাস বাড়িয়েছিলেন বেইতিয়া। সেই গোল আর শোধ করতে পারেনি আইজল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে এদিনই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান।

Advertisement

দেখে নিন মোহনবাগান-আইজল ম্যাচ কীভাবে এগিয়েছে—

৯০ মিনিট— বাগানের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন জাস্টিস। তা লক্ষ্যভ্রষ্ট হয়।

৮০ মিনিট — বেইতিয়ার পাস থেকে পাপার জোরালো শট। এগিয়ে গেল মোহনবাগান।

৭৫ মিনিট— বেইতিয়ার বাঁক খাওয়ানো কর্নার বিপন্মুক্ত করেন আইজল গোলকিপার।

৭০ মিনিট— আশুতোষ মেহতা আইজলের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৩ মিনিট— বেইতিয়ার ফ্রি কিক বিপন্মুক্ত আইজল রক্ষণ।

৫৫ মিনিট— মোহনবাগানের পেনাল্টি বক্সে চাপ তৈরি করেছিল আইজল।

৫১ মিনিট— জয়রানের ফ্রিকিক বাঁচান শঙ্কর।

৪৭ মিনিট— বিরতির পরে খেলা শুরু। বেইতিয়ার ফ্রি কিক বের করে দেন আইজলের গোলকিপার।

৪৫ মিনিট— বিরতির সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি।

৪২ মিনিট— আইজলের মালসুয়ামজুয়ালার পা থেকে বল বিপন্মুক্ত করেন মোহনবাগানের ফ্রান গনজালেজ।

৩৫ মিনিট— এখনও পর্যন্ত আইজলের গোলমুখ ওপেন করতে পারেনি মোহনবাগান।

২৮ মিনিট— আইজলের গোল লক্ষ্য় করে দূরপাল্লার শট নিয়েছিলেন সুহের।

২৫ মিনিট— গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল আইজল। কিন্তু বাগানের রক্ষণ ভাগ সতর্ক থাকায় বিপদ হয়নি।

২৩ মিনিট— বেইতিয়া কর্নার থেকে আইজলের গোল লক্ষ্য করে হেড করেছিলেন ড্যানিয়েল সাইরাস। ঠিকঠাক সংযোগ হয়নি।

২০ মিনিট— কোনও পক্ষই এখনও গোল করতে পারেনি।

১০ মিনিট— খেলার ফল এখনও গোলশূন্য।

রিয়াল কাশ্মীরকে হারিয়ে মোহনবাগানের কাজ সহজ করে দিয়েছে ইস্টবেঙ্গল। আই লিগের বাকি পাঁচটি ম্যাচ থেকে আর তিন পয়েন্ট পেলেই এ বারের চ্যাম্পিয়ন কিবু ভিকুনার দল।

মোহনবাগান — শঙ্কর, ফ্রান, সাইরাস, আশুতোষ, ধনচন্দ্র, বেইতিয়া, নাওরেম, কোমরন, শেখ সাহিল, সুহের, পাপা

আইজল— জোথানমাওইয়া, লালরোসাঙ্গা, কাসাগা, আদজেই, জোহারলিয়ানা, জয়রান, রোচারজেলা, রামফান, ভেরন, কিমা, মালসোয়ামজুয়ালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement