cricket

ওয়ান ডে-তে ভারতের সর্বনিম্ন দশটি স্কোরের রেকর্ডে ঢুকে পড়ল হ্যামিল্টনের ৯২

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর হঠাত্ ছন্দপতন। হ্যামিল্টনে চতুর্থ একদিনের ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারত। ওয়ান ডেতে ভারতের সবচেয়ে কম রানের ইনিংসের তালিকার ৭ নম্বরে রয়েছে এই স্কোর। দেখে নেওয়া যাক ওয়ান ডেতে ভারতের ১০ সর্বনিম্ন স্কোরের তালিকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১১:৩৫
Share:
০১ ১১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর হঠাত্ ছন্দপতন। হ্যামিল্টনে চতুর্থ একদিনের ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারত। ওয়ান ডেতে ভারতের সবচেয়ে কম রানের ইনিংসের তালিকার ৭ নম্বরে রয়েছে এই স্কোর। দেখে নেওয়া যাক ওয়ান ডেতে ভারতের ১০ সর্বনিম্ন স্কোরের তালিকা।

০২ ১১

তালিকার এক নম্বরে রেয়েছে ২০০০ সালের ২৯ অক্টোবরে শারজায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সে দিন রান তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

Advertisement
০৩ ১১

এর পর ১৯৮১ সালের ৮ জানুয়ারি। সিডনিতে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ২৫.৫ ওভারে মাত্র ৬৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

০৪ ১১

শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২৪.১ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ১৯৮৬ সালের ২৪ ডিসেম্বরে কানপুরে এই ম্যাচ হয়েছিল। সর্বনিম্ন স্কোরের তালিকায় এই ম্যাচ তিন নম্বরে।

০৫ ১১

পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪.২ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ১৯৭৮ সালের ১৩ অক্টোবর শিয়ালকোটে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

০৬ ১১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২৯.৩ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ২০১০ সালের ১০ অগস্ট ডাম্বুলায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তালিকায় সেটি পাঁচ নম্বরে।

০৭ ১১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২৯.১ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ২০০৬ সালের ১২ নভেম্বর ডারবানে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

০৮ ১১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩০.৫ ওভারে ৯২ রানের আজকের ইনিংস তালিকার সাত নম্বরে।

০৯ ১১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬.৩ ওভারে ১০০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ২০০০ সালের ১৪ জানুয়ারি সিডনিতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

১০ ১১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২৮.৩ ওভারে ১০০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।। ১৯৯৩ সালের ১৬ নভেম্বর অমদাবাদে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

১১ ১১

শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ৩৩.৪ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ২০১০ সালের ২২ অগস্ট ডাম্বুলায় এই ম্যাচ হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement