LIonel Messi

গুয়ার্দিওলার কোচিংয়ে খেলতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মেসি?

রোনাল্ডো স্পেন ছেড়ে আগেই চলে গিয়েছেন ইতালি। মেসিরও চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বার্সেলোনা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ১৪:৪৪
Share:

ফের কি দেখা যাবে পেপ ও মেসির যুগলবন্দি? —ফাইল চিত্র।

২০ বছর পরে বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিলেন লিয়োনেল মেসি। ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি থাকলেও তিনি তা ভেঙে বেরিয়ে আসতে চাইছেন।

Advertisement

প্রশ্ন উঠেছে, মেসি ক্লাব ছাড়লে কোথায় যাবেন? মেসিকে নেওয়ার জন্য প্যারিস সঁ জঁ, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। তবে ম্যান সিটির দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন অনেকে। কারণ ম্যান সিটির-র কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর কোচিংয়েই জীবনের সেরা সময় কাটিয়েছেন মেসি।

রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস দাবি করেছেন, ম্যান সিটিতে যাওয়ার ব্যাপারে গুয়ার্দিওলার সঙ্গে মেসির বেশ কয়েক বার কথা হয়েছে। সাংবাদিক মার্সেলো বেকলারও বলছেন, ম্যান সিটিতে যেতে পারেন মেসি। তবে কি স্প্যানিশ ফুটবল ছেড়ে মেসির নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব?

Advertisement

আরও পড়ুন: স্পিন গ্রহে সুইং সম্রাট অ্যান্ডারসন, ৬০০ ক্লাবে প্রথম পেসার

ইপিএল-এর ক্লাবের বিরুদ্ধে মেসির রয়েছে দুটো হ্যাটট্রিক। আর্সেনাল ও ম্যান সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইংলিশ ক্লাবের বিরুদ্ধে করেছেন মাত্র একটি হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিরুদ্ধে গোলও রয়েছে আর্জেন্তাইন মহানায়কের।

রোনাল্ডো স্পেন ছেড়ে আগেই চলে গিয়েছেন ইতালি। মেসিরও চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, সব দিক দেখলে ম্যান সিটিই মেসির জন্য আদর্শ। শেষ পর্যন্ত কি ‘দ্রোণাচার্য’-র কাছেই ফিরছেন প্রিয় শিষ্য? বল পায়ে মেসি ধাঁধা। তাঁর নতুন ঠিকানার ধাঁধারও এখনও সমাধান মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement