রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন

চোট সারিয়ে দু’মাস পর প্রথম একাদশে নেমে জোড়া গোল তো করলেনই, সঙ্গে দলকেও জেতালেন ৬-১। এ ভাবেই রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার রাজপুত্রের। চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে। যে জয়ে কাতালান ক্লাব পৌঁছে গেল টুর্নামেন্টের শেষ ষোলোতেও। তিনি— লিওনেল মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন, ২৫ নভেম্বর:

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ০৩:৫০
Share:

চোট সারিয়ে দু’মাস পর প্রথম একাদশে নেমে জোড়া গোল তো করলেনই, সঙ্গে দলকেও জেতালেন ৬-১। এ ভাবেই রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার রাজপুত্রের। চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে। যে জয়ে কাতালান ক্লাব পৌঁছে গেল টুর্নামেন্টের শেষ ষোলোতেও। তিনি— লিওনেল মেসি।

Advertisement

ন্যু কাম্পে মঙ্গলবার রাতে শুধু মেসিই নয়, দাপট ছিল লুইস সুয়ারেজের জোড়া গোলেরও। শেষ ছ’ম্যাচে যাঁর গোল ১০। পাশাপাশি গোল পান জেরার পিকে, আর আদ্রিয়ানো। অবশ্য দলের ছ’গোলের মধ্যে বার্সার বিখ্যাত ‘এমএসএন’ (মেসি-সুয়ারেজ-নেইমার) এ দিন পাঁচ গোলই পেতে পারত। যে ত্রিফলার এ বছর গোলের সংখ্যা ১২১ (মেসি ৪৩, সুয়ারেজ ৩৯, নেইমার ৩৯)। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেইমার পেনাল্টি ফসকান। গোল অবশ্য ফসকায়নি। গোলকিপারের হাত থেকে ফিরতি বল জালে জড়িয়ে দেন আদ্রিয়ানো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement