Linthoi Chanambam

Linthoi Chanambam: জুডোয় বিশ্বচ্যাম্পিয়ন মণিপুরের ১৫ বছরের লিনথোই, প্রথম ভারতীয়ের সোনা জয়

প্রথম ভারতীয় হিসাবে জুডোতে বিশ্বচ্যাম্পিয়ন লিনথোই চানাম্বাম। মণিপুরের ১৫ বছরের কিশোরী সোনা জিতেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৪:৩৪
Share:

সোনার পদক হাতে লিনথোই চানাম্বাম। ফাইল চিত্র

জুডোয় সোনা জিতেছে মণিপুরের ১৫ বছরের লিনথোই চানাম্বাম। প্রথম ভারতীয় হিসাবে জুডোতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে সে। ওয়ার্ল্ড ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে এই কীর্তি করেছে লিনথোই। মহিলাদের ৫৭ কেজি বিভাগে ফাইনালে ব্রাজিলের বিয়াঙ্কা রেইসকে হারিয়েছে সে।

Advertisement

চলতি মাসেই কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মণিপুরের সুশীলা দেবী লিকাম্বাম। তার পরে উত্তর-পূর্বের এই রাজ্যের আরও এক জুডো খেলোয়াড় পদক জিতল। জুডোর বিশ্বচ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত কোনও বয়সভিত্তিক বিভাগেই ভারতীয় খেলোয়াড়রা সোনা জিততে পারেননি। সেই কীর্তি করে দেখাল লিনথোই। এর আগে জুলাই মাসে এশিয়ান ক্যাডেট অ্যান্ড জুনিয়র জুডো প্রতিযোগিতায় ৬৩ কেজি বিভাগে সোনা জিতেছিল লিনথোই।

সোনা জিতে লিনথোই বলেছে, ‘‘আমার কী অনুভূতি হচ্ছে তা আমি বলে বোঝাতে পারছি না। খুব আনন্দ হচ্ছে। সামনের দিকে এগোতে চাই।’’

Advertisement

জুডোর মঞ্চে লিনথোই প্রথম চমক দিয়েছিল ২০১৮ সালে। সাব-জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল সে। গত বছর নভেম্বর মাসে চণ্ডীগড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিল এই কিশোরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement