উড্সের (বাঁ দিকে) সঙ্গে তাঁর প্রেমিকা ভেনেসা। ছবি: সমাজমাধ্যম।
আবার প্রেমে পড়েছেন টাইগার উড্স। এ বার তিনি প্রেম করছেন ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পূত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন কিংবদন্তি গল্ফার।
সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেছেন উড্স। লিখেছেন, “বাতাসে প্রেমের গন্ধ। তোমাকে পাশে পেয়ে জীবনটা আরও সুন্দর লাগছে! একসঙ্গে আগামী দিনের যাত্রাপথের দিকে তাকিয়ে আছি। যাঁরা আমাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন, তাঁদের থেকে গোপনীয়তা আশা করছি।”
জানুয়ারিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ২০০৫ সালের ১২ নভেম্বর বিয়ে ভেনেসার। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ভেনেসা। সে বছরই বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্প জুনিয়রের সঙ্গে ভেনেসার পাঁচ সন্তান রয়েছে। সবচেয়ে বড়টির নাম কাই, যার জন্ম ২০০৭ সালের মে মাসে। উড্সের দুই ছেলে চার্লি এবং স্যামের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে সে।
এর আগে উড্সের বিয়ে হয়েছিল সুইডেনের মডেল এলিন নর্ডেগ্রেনের সঙ্গে। ২০১০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের গুজব ছড়িয়েছে। পরে আমেরিকার স্কি খেলোয়াড় লিন্ডসে ভন এবং এরিকা হারমানের সঙ্গে সম্পর্কে জড়ান উড্স। বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেওয়ায় উড্সের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন হারমান। তবে সেই মামলা খারিজ হয়।
৮২ বারের ট্যুর খেতাবজয়ী খেলোয়াড় সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন। তবে বাড়িতে অনুশীলনে করতে গিয়ে পুরনো জায়গায় ব্যথা পেয়েছেন বলেও জানিয়েছেন।