Leeds United

করোনায় মৃত্যু লিডস কিংবদন্তি হান্টারের

১৫ বছরের ফুটবল জীবনে লিডসের হয়ে হান্টার ৭২৬টি ম্যাচ খেলেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৩:২৯
Share:

কিংবদন্তি: চলে গেলেন লিডসের প্রাক্তন ডিফেন্ডার নর্ম্যান হান্টার।

ইংল্যান্ড ও লিডস ইউনাইটেডের প্রাক্তন ডিফেন্ডার নর্ম্যান হান্টারের মৃত্যু হল সেই প্রাণঘাতী করোনাভাইরাসে। বয়স হয়েছিল ৭৬। লিডসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হল, ‘‘কোভিড ১৯-এ সংক্রমিত হওয়ার পরে নর্ম্যানকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করতে হয়। এনএইচএস-এর কর্মীরা প্রাণপাত করলেও শেষরক্ষা করা গেল না। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’’

Advertisement

১৫ বছরের ফুটবল জীবনে লিডসের হয়ে হান্টার ৭২৬টি ম্যাচ খেলেছিলেন। কড়া ট্যাকলের জন্য ইয়র্কশায়ার তথা গোটা ইংল্যান্ডেই তাঁর ডাকনাম ছিল ‘বাইটস ইয়ের লেগস’। তাঁর সময়ে লিডস এফএ কাপ, লিগ কাপ জিতেছে। ১৯৭৫ সালে তিনি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লিডসের হয়ে ইউরোপীয় কাপ ফাইনালেও খেলেন। সেই ম্যাচে অবশ্য হেরে যায় তাঁর ক্লাব।

লিডসের পক্ষ থেকে শোকজ্ঞাপন করে আরও বলা হয়েছে, ‘‘লিডস ইউনাইটেড পরিবারের জন্য উনি রেখে গেলেন এক মহান ঐতিহ্য। যা কোনও দিন মুছে ফেলা যাবে না। শোকস্তব্ধ নর্ম্যানের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানানোর ভাষা সত্যিই আমাদের জানা নেই।’’ যোগ করা হয়েছে, ‘‘ওঁর মৃত্যু লিডস পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি করল।’’

Advertisement

আরও পড়ুন: ম্যাকালামকে সৌরভ: জীবনই পাল্টে যাবে

মাত্র ১৫ বছর বয়সে হান্টার লিডসে যোগ দেন। টানা ১৪ বছর প্রথম দলে ছিলেন। পরিস্থিতির চাপে ২০১৩-তে লিডস থেকে পাওয়া সব স্মারক নিলামে বিক্রি করে দিতে হয়।

আরও পড়ুন: চুল কাটতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেটারকে ‘টেকো’ বানালেন তাঁর স্ত্রী!

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement