এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে ধোনির মধ্যে। —ফাইল চিত্র।
জাতীয় দলের হয়ে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ মনে করছেন, আরও বছর দু’য়েক আইপিএল খেলতেই পারেন মহেন্দ্র সিংহ ধোনি।
বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরে দেশের জার্সিতে আর খেলেননি ধোনি। তাঁর কেরিয়ার নিয়ে চলছে নিরন্তর জল্পনা। লক্ষ্মণ বলছেন, ‘‘বয়স কেবল মাত্র একটা সংখ্যা। ধোনি কেবল শারীরিক দিক থেকেই শুধু ফিট নয়, অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। সিএসকে-কে নেতৃত্ব দেওয়া উপভোগ করে ধোনি।’’
এ বারের আইপিএল ধোনির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। আইপিএল-এ ভাল পারফর্ম করতে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ে তাঁর নাম নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু করোনা-আতঙ্কে এখন আইপিএল অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!
ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে এ বারের আইপিএল-এ দেখা যাবে না। লক্ষ্ণণ বলছেন, ‘‘আরও দু’বছর আইপিএল খেলতেই পারে ধোনি। তার পরে ক্রিকেটার হিসেবে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যাবে।’’
কিন্তু দেশের হয়ে কি দেখা যাবে ধোনিকে? লক্ষ্ণণ বলছেন, ‘‘ধোনিকে নিয়ে বসুক নতুন নির্বাচন কমিটি। ধোনির কাছ থেকে ওর ভবিষ্যৎ জানার চেষ্টা করুক।’’