বিশ্বকাপের পর তিনি আর থাকবেন না। ভারতের কাছে ইডেনে হারের পর পাকিস্তান অধিনায়ক আফ্রিদির মুণ্ডপাত চলছেই। তার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানের বিস্ফোরক মন্তব্য, বিশ্বকাপের পর অবসর নেবেন আফ্রিদি। অবসর নেবেন না তাঁকে সরে যেতে বাধ্য করা হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদিও ঘুরিয়ে সেই কথাই বলছেন শাহরিয়র। কলকাতা থেকে সোমবারই দেশে ফিরেছেন শাহরিয়র। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আফ্রিদি বিশ্বকাপ পর্যন্তই অধিনায়ক। বিশ্বকাপের আগে এমনই কথা হয়েছে। ও বলেছে বিশ্বকাপের পরই অবসর নেবে।’’ শাহরিয়রের কথায় এটা পরিস্কার কিছুটা হয়তো বাধ্য হয়েই এমন কথা বলে থাকবেন আফ্রিদি। শাহরিয়র খান সরাসরি এটাও বলে দিলেন, ‘‘যদি আফ্রিদি সিদ্ধান্ত পরিবর্তন করে ভাবে খেলা চালিয়ে যাবে তাহলে ওকে এটাও ভাবতে হবে প্লেয়ার হিসেবে ও দলে জায়গা পাবে কি না।’’
এটাই বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেটে আফ্রিদি জমানা শেষের দিকে। শুধু তিনি নন কোচেরও বিদায় ঘণ্টা বেজে যাবে বলে শোনা যাচ্ছে বিশ্বকাপের পর। শাহরিয়র খান বলেন, ‘‘এটা খুব স্বাভাবিক যখনও দল কোনো বড় ম্যাচ হারে তখন সরাসরি তাঁর দিকেই আঙুল তোলা হয়। তবে এই সময় সবার সমর্থন দরকার ওর। আফ্রিদি দেশের আইকন। আমাদের হয়ে অনেক ম্যাচও জিতেছে আফ্রিদি।’’ কোচ বদলের ব্যাপারেও তিনি ঘুরিয়ে বলেন, ‘‘এই ব্যাপারটি নিয়েও চিন্তা-ভাবনা চলছে। ওয়াকারের সঙ্গে বোর্ডের চুক্তি জুন পর্যন্ত। পুরো ব্যাপারটি আমি ওয়াসিম আক্রম ও আরও কয়েকজন সিনিয়র প্লেয়ারের সঙ্গে আলোচনা করেছি। ওরা বলছে কোনও বিদেশি কোচ নিলে ভাল না হলে যদি স্থানীয় কোচ নেওয়া হয় তাহলে দেখতে হবে যে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারবে।’’
ভারতের সঙ্গে হার কোনওভাবেই মেনে নিতে পারেনি পাকিস্তান বোর্ড। এশিয়া কাপের পর বিশ্বকাপ। তবে কলকাতায় পাকিস্তান দল ও দলের সঙ্গে যুক্ত সকলের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল তা নিয়ে যে তিনি খুশি সেটাও জানালেন তিনি।
আরও খবর
ইডেন ম্যাচের পরই পাক দলে ভাঙন!