বুধবার মেসিদের ম্যাচ নিয়ে সংশয়। ছবি টুইটার
লিয়োনেল মেসির ক্লাবে ফের করোনার হানা। দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হওয়ায় ভেস্তে গেল বার্সেলোনার অনুশীলন। নিয়মমাফিক সোমবার প্রত্যেকের পরীক্ষা করানো হয়েছিল। তার মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
দেরি না করে দু’জনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। মঙ্গলবার বাকিদের ফের পরীক্ষা করা হয়েছে। ফলাফল আসার পরে সবাই নেগেটিভ এলে তবেই মেসিরা অনুশীলনে নামতে পারবেন।
বুধবার গভীর রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেসিদের। তার আগে মঙ্গলবার অনুশীলন এবং সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। দুটিই ভেস্তে গিয়েছে। সবার চোখ এখন মঙ্গলবারের কোভিড পরীক্ষার ফলের দিকে। খারাপ কিছু এলে ম্যাচটি আপাতত স্থগিত হয়ে যেতে পারে।
আরও খবর: মারাদোনার জন্যেই হার্লে-ডেভিডসন তৈরি করেছিল বিশেষ বাইক
আরও খবর: গত আইপিএলে গড়াপেটার ছায়া, বোর্ড জানাল 'সামলে নিয়েছি'
লিগ তালিকায় এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে বার্সেলোনা। গত ছ’ম্যাচে অপরাজিত তারা। শীর্ষ স্থানে থাকা আতলেতিকো দে মাদ্রিদের থেকে এখনও পিছিয়ে ১০ পয়েন্টে।