Kylian Mbappe

Kylian Mbappe: তিনি যেতে চান রিয়ালেই, ক্লাবকে জানান এমবাপে

দলবদলের সময়সীমায় রিয়াল মাদ্রিদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ০৯:১৫
Share:

অনড়: পিএসজির চুক্তি বাড়াতে চান না এমবাপে। ফাইল চিত্র।

এই প্রথম রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিলেন, জুলাইয়েই প্যারিস সাঁ জারমাঁ বোর্ডকে জানিয়েছিলেন তিনি ক্লাব ছাড়তে আগ্রহী। চেয়েছিলেন, প্যারিসের ক্লাব তাঁর দলবদলের সুবাদে ভাল অঙ্কের অর্থ আয়ও করুক। একইসঙ্গে খুঁজে নিক তাঁর বিকল্প।

Advertisement

দলবদলের সময়সীমায় রিয়াল মাদ্রিদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজি। এখন যা অবস্থা, তাতে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলে মুক্ত ফুটবলার হিসেবে এমবাপেকে পেয়ে যেতে পারে স্পেনের ক্লাব। এ’জন্য তাদের অতিরিক্ত খরচও হবে না। ২২ বছরের ফরাসি তারকা বলেছেন, ‘‘চুক্তির মেয়াদ বাড়াতে চাই না বলেই ক্লাব ছাড়তে চেয়েছিলাম। ভেবেছিলাম, সেটা হলে পিএসজিও ভাল ‘ট্রান্সফার ফি’ এবং আমার যোগ্য বিকল্প পেয়ে যাবে।’’

রিয়ালে খেলা লক্ষ্য হলেও প্যারিসের ক্লাবের প্রতি তিনি যে কৃতজ্ঞ, তা অকপটে স্বীকার করেছেন এমবাপে, ‘‘এই ক্লাব অনেক দিয়েছে। এখানে সবসময়ই আনন্দে কাটিয়েছি। এমনকি চার বছর পরেও আমি পিএসজিতে দারুণ সুখী। তবু, অনেক আগেই দল ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলাম। একইসঙ্গে এটাও বলেছিলাম, যদি ক্লাব ছাড়তে না চায়, তা হলে প্যারিসেই থেকে যাব।’’

Advertisement

ফ্রান্সের বিশ্বকাপজয়ী বিস্ময়-প্রতিভা কিন্তু অস্বীকার করেছেন, চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পিএসজির ছ’সাতবারের প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছেন। ‘‘লোকে এ রকমই রটিয়েছে! আমাকে নাকি ছ’সাত বার প্রস্তাব দিয়েও নতুন চুক্তিতে রাজি করাতে পারেনি ক্লাব। এ-ও বলেছে, আমি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিয়োনার্দোর সঙ্গে কথাই বলতে চাইনি। যা আদৌ সত্যি নয়। উল্টে ওরাই বারবার বলেছিল, সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে নিতে,’’ যোগ করেছেন এমবাপে। তাঁর আরও মন্তব্য, ‘‘আমি মোটেই ওদের অগস্টের শেষ সপ্তাহে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানাইনি। ঘটনা হল রিয়ালে যেতে চাই, জুলাইয়েই পিএসজিকে জানিয়ে দিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement