Kuldeep Yadav

সুপার ওভারে কাকে বল করতে চাইবেন না? কুলদীপের তালিকায় নেই বিরাট!

কুলদীপের তালিকায় আছেন সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। আছেন এক দিনের ক্রিকেটে চার নম্বরে পাকাপাকি ভাবে নামার জন্য নিজের দাবি জোরাল করে তোলা শ্রেয়াস আইয়ার। আর আছেন সূর্যকুমার যাদব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৬:২২
Share:

কুলদীপের বাছাইয়ে অবাক ক্রিকেটপ্রেমীরা। —ফাইল চিত্র।

সুপার ওভারে কোন ব্যাটসম্যানদের বল করতে চাইবেন না কুলদীপ যাদব? বিস্ময়ের হলেও সত্যি, চায়নাম্যানের তালিকায় জায়গা হয়নি বিরাট কোহালির!

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজের কেরিয়ার নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন কুলদীপ। তখনই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, সুপার ওভারে দেশের কোন ক্রিকেটারদের তিনি বল করতে চাইবেন না? তখনই ২৫ বছর বয়সি রিস্ট-স্পিনার তিন জন ব্যাটসম্যানের নাম বলেন। কুলদীপের সেই তালিকায় নেই জাতীয় দলের অধিনায়ক। যা বিস্ময় বাড়াচ্ছে ক্রিকেটমহলের।

আরও পড়ুন: বল বিকৃতিতে ছাড়ের ভাবনা কতটা যুক্তিযুক্ত? আইসিসির প্রস্তাবে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল

Advertisement

আরও পড়ুন: ‘সচিনকে টপকে যাওয়ার মতো প্রতিভা রয়েছে বিরাটের’​

কুলদীপের তালিকায় আছেন সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। আছেন এক দিনের ক্রিকেটে চার নম্বরে পাকাপাকি ভাবে নামার জন্য নিজের দাবি জোরাল করে তোলা শ্রেয়াস আইয়ার। আর আছেন সূর্যকুমার যাদব।

এত ব্যাটসম্যান থাকতে সূর্যকুমার! কুলদীপের যুক্তি, “ও স্পিন বড্ড ভাল খেলে। আমার বোলিংয়েও ভাল ব্যাট করে। আট-নয় বছর ধরে চিনি সূর্যকুমারকে। জানি ও স্পিন কত ভাল খেলতে পারে।” তবে কুলদীপ যে যুক্তিই সাজান, ক্রিকেটপ্রেমীরা কোহালির না-থাকা মানতে পারছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement