Cricket

টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা করতে কুলদীপের চোখ আইপিএল-এ

দিন কয়েকের মধ্যেই শুরু হবে আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার জন্য আইপিএল-এর দিকেই তাকাচ্ছেন চায়নাম্যান বোলার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ২০:০৮
Share:

জাতীয় দলে জায়গা পাকা করাই লক্ষ এখন কুলদীপের। —ফাইল চিত্র।

আইপিএল-এ দুর্দান্ত খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে চান কুলদীপ যাদব। এক বছর আগেও দেশের সেরা স্পিনার বলা হত তাঁকে। সম্প্রতি ফর্ম হারিয়েছেন কুলদীপ। তার ফলে দলে জায়গাও হারিয়েছেন তিনি।

Advertisement

কুলদীপ অবশ্য তাতে হতাশ হচ্ছেন না। দিন কয়েকের মধ্যেই শুরু হবে আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার জন্য আইপিএল-এর দিকেই তাকাচ্ছেন চায়নাম্যান বোলার। কুলদীপ বলেছেন, ‘‘সমস্যা কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। কম্বিনেশনের উপরে অনেক কিছু নির্ভর করে। নিউজিল্যান্ডের উইকেট সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। টেস্টে স্পিন-ট্র্যাকও ছিল না। অনেকগুলো ম্যাচের টেস্ট সিরিজও ছিল না এ বার।’’

তাঁর ক্রিকেটজীবনে জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীর ভূমিকা রয়েছে। কুলদীপ বলছেন, ‘‘রবি ভাই আমাকে খুব সাহায্য করেন। সব ব্যাপারেই তিনি আমাকে পরামর্শ দেন। এখনও পর্যন্ত যতটা ক্রিকেট আমি খেলেছি রবিভাই আমাকে সাহায্য করেছে।’’

Advertisement

আরও পড়ুন: ‘বার বার কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসছে, এমন বাংলা দল আগে দেখিনি’

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্ট ম্যাচ খেলেছেন কুলদীপ। সেই টেস্ট ম্যাচ ছিল সিডনিতে। শেষ বার টি টোয়েন্টি ম্যাচ আবার কুলদীপ খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কুলদীপ বলছেন, ‘‘আমি আইপিএল-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করার অনেক সময় পাচ্ছি। জাতীয় দলে ফেরার জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট।’’

আরও পড়ুন: জাল পাসপোর্ট-সহ প্যারাগুয়েতে গ্রেফতার রোনাল্ডিনহো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement