ABP Annual Sports 2020

আনন্দ ক্রীড়ায় সেরা কৌশিক

রবিবার ময়দানের তালতলা মাঠে অনুষ্ঠিত আনন্দ ক্রীড়া হয়ে উঠেছিল এবিপি লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের মিলনমেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০৪:৪৭
Share:

সফল: সেরা ক্রীড়াবিদ কৌশিক পালের সঙ্গে প্রধান অতিথি অপূর্বকুমার সেনগুপ্ত (বাঁ-দিকে)। আছেন এবিপি প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও ডি ডি পুরকায়স্থ (ডান দিকে)। রবিবার আনন্দ ক্রীড়ায়। নিজস্ব চিত্র

উৎসাহ, উৎসব ও আড্ডার মেজাজে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল আনন্দ ক্রীড়া। এ বারের আনন্দ ক্রীড়ার সেরা ক্রীড়াবিদ আনন্দলোক দফতরের সম্পাদক কৌশিক পাল। এই নিয়ে ষষ্ঠ বার এই পুরস্কার পেলেন তিনি। রবিবার তিনটি ইভেন্টেই সেরার সম্মান ওঠে তাঁর হাতে। পুরুষদের সাধারণ ১০০ এবং ২০০ মিটার দৌড়ে প্রথম হন কৌশিক। এ ছাড়াও চল্লিশোর্ধ্বদের ১০০ মিটার দৌড়েও প্রথম হয়ে হ্যাটট্রিক করেন তিনি।

Advertisement

রবিবার ময়দানের তালতলা মাঠে অনুষ্ঠিত আনন্দ ক্রীড়া হয়ে উঠেছিল এবিপি লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের মিলনমেলা। মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি খুদেরাও মজা করল দেদার।

দিনের সব চেয়ে আকর্ষক ইভেন্ট ছিল দড়ি টানাটানি। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হল। এই ইভেন্টে প্রথম বারাসত ম্যানুফ্যাকচারিং বিভাগ। দ্বিতীয় অ্যাড মার্কেটিং সার্ভিসেস। তৃতীয় সল্টলেক ম্যানুফ্যাকচারিং বিভাগ। পুরুষদের ‘বাস্কেট দ্য বল’ প্রতিযোগিতায় প্রথম পঞ্চানন চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন: মাধ্যমিক নয়, রিচার সামনে বিশ্বকাপ-পরীক্ষা

পুরুষদের পাশাপাশি মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতাতেও ছিল টানটান উত্তেজনা। ৭৫ মিটার দৌড়ে প্রথম হন এবিপি ফিচার্সের সায়নী ঘটক। চল্লিশোর্ধ্ব মহিলাদের ২০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলা ম্যাগাজ়িনের নবনীতা বন্দ্যোপাধ্যায়। গুলি-চামচ (চামচের মধ্যে গুলি নিয়ে দৌড়) দৌড়ে প্রথম হন সুপ্রিয়া দাস। মহিলাদের ‘বাস্কেট দ্য বল’ প্রতিযোগিতায় প্রথম হন উপাসনা দাস। মিউজ়িক্যাল চেয়ারে সেরা রানু মণ্ডল।

আরও পড়ুন: ইনিংস শেষ ৯৯ রানে, নাগপুরে দু’দিনেই আত্মসমর্পণ বাংলার

বড়দের মতো ছোটরাও এ দিন সমান তালে দৌড়েছে। কর্মীদের ছেলেদের (৪-৭ বছর) ৫০ মিটার দৌড়ে প্রথম সুমিত দাস। মেয়েদের এই ইভেন্টে প্রথম সমৃদ্ধি মণ্ডল। ছেলেদের (৭-১০ বছর) ৭৫ মিটার দৌড়ে প্রথম রণদীপ মণ্ডল। মেয়েদের এই ইভেন্টে প্রথম সৃষ্টি গুহ। ছেলেদের (১০-১৩ বছর) ১০০ মিটার দৌড়ে প্রথম সম্পত বন্দ্যোপাধ্যায়। এই ইভেন্টে মেয়েদের চ্যাম্পিয়ন সম্পূর্ণা সিংহ। ছেলেদের (১৩-১৮ বছর) ১০০ মিটার দৌড়ে প্রথম কল্লোল কুণ্ডু। মেয়েদের (১৩-১৮ বছর) গুলি-চামচ দৌড়ে প্রথম অরুণিমা পাল। তবে সব প্রতিযোগিতাকে ছাপিয়ে গিয়েছে কচিকাঁচাদের ফ্যান্সি ড্রেস। কচ্ছপ সেজে প্রথম পুরস্কার জিতে নেয় মেঘনা বন্দ্যোপাধ্যায়। চার্লি চ্যাপলিন সেজে এই বিভাগে দ্বিতীয় আরাত্রিক মণ্ডল। ‘ম্যাগি’ সেজে এই বিভাগে তৃতীয় অভিষিক্তা তরণ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে বাছতে হিমশিম খেতে হয় বিচারকদেরও। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, প্রাক্তন ডাইরেক্টর এওপিএল অপূর্বকুমার সেনগুপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement