Football

বিশ্বকাপ যোগ্যতা পর্বের ভারত-আফগানিস্তান ম্যাচ পেল যুবভারতী

গ্রুপ ই-তে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একটি ম্যাচও জিততে পারেননি ইগর স্তিমাচের ছেলেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৯:২১
Share:

যুবভারতীতে হয়েছিল ভারত-বাংলাদেশ ম্যাচ। আরও একটি ম্যাচ পেল সল্টলেক স্টেডিয়াম। —ফাইল চিত্র।

ভরা যুবভারতীতে বিশ্বকাপের যোগ্যতা পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচ ড্র হয়েছিল। কলকাতার ফুটবল ভক্তদের জন্য আরও একটা ভাল খবর। যুবভারতী পেল আরও একটি বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ। ৯ জুনের ভারত-আফগানিস্তান ম্যাচটি হবে যুবভারতীতে।

Advertisement

এআইএফএফ-এর এমার্জেন্সি কমিটি এ দিন যুবভারতীর এই ম্যাচটির ব্যাপারে সম্মতি দিয়েছে। গ্রুপ ই-তে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একটি ম্যাচও জিততে পারেননি ইগর স্তিমাচের ছেলেরা। কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছেন সুনীল ছেত্রীরা।

অন্য দিকে ওমানের কাছে ঘরে এবং বাইরে হেরেছে ভারত। ২৬ মার্চ কাতারের সঙ্গে হোম ম্যাচটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ভারতের গ্রুপে সবার উপরে রয়েছে কাতার। তাদের ঠিক পিছনেই রয়েছে ওমান। এমনকি আফগানিস্তানও রয়েছে ভারতের উপরে।

Advertisement

আরও পড়ুন: শুধু পন্থ নয়, দল হিসেবে আমরা ব্যর্থ, বলছেন কোহালি

এর আগে আফগানদের বিরুদ্ধে পিছিয়ে থেকে কোনওরকমে ম্যাচ ড্র করেছিল স্তিমাচের ভারত। এ বার যুবভারতীতে কি শেষ হাসি তোলা থাকবে সুনীলদের জন্য?

আরও পড়ুন: এই তারকা না থাকায় নিউজিল্যান্ডে বিধ্বস্ত হয়েছে ভারত, বলছেন চ্যাপেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement