Sports News

যদি ফিট থাকি তা হলে আরও ১০ বছর খেলব: বিরাট

এ দিন তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল স্তরের ক্রীড়া প্রতিভাদের স্কলারশিপ দেওয়া হয়। বিরাট কোহালি ফাউন্ডেশন প্রতিবছর কম করে এই কাজের পিছনে দু’কোটি টাকা করে খরচ করে। রান করার পাশাপাশি দেশের অন্য স্বার্থে এ ভাবেই তিনি তাঁর ভূমিকা রেখে যাচ্ছেন নিয়মিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩৭
Share:

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

আরও ১০ বছর দেশের প্রতিনিধিত্ব করতে চান বিরাট কোহালি। এই মুহূর্তে বিরাটের বয়স ২৯। রয়েছেন সাফল্যের তুঙ্গে। দেশের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে যেমন দেশকে সাফল্য এনে দিচ্ছেন ঠিক তেমনই নিজের নামের পাশেও লিখে নিচ্ছেন পর পর সাফল্যের খতিয়ান। ব্যাট হাতে পর পর দলের জন্য প্রয়োজনীয় রান তুলে আনছেন। কিন্তু তাঁর দাবি তিনি জানেন কখন থামতে হয়। সেই মতো তাঁর ইচ্ছে, যদি ফিট থাকেন তা হলে খেলবেন আরও ১০ বছর। শুক্রবার তিনি বলেন, ‘‘আমরা অনেকেই জানি না কতদিন পর্যন্ত নিজেকে টানা যায়। ৭০ শতাংশই নিজেদের ক্ষমতাটা বুঝতে পারি আমরা। কখনও কখনও না বুঝেই টেনে যাই। যেমন, আমি এখন যে ভাবে অনুশীলন করছি সে ভাবেই চালিয়ে যেতে পারি তা হলে আরও ১০ বছর খেলতে পারব।’’

Advertisement

আরও পড়ুন

টুইট করে কী গোপন তথ্য জানালেন সচিন

Advertisement

ধোনির স্টাম্পিংয়ের নতুন নাম ‘লাইটনিং কুইক’, দেখুন ভিডিও

এ দিন তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল স্তরের ক্রীড়া প্রতিভাদের স্কলারশিপ দেওয়া হয়। বিরাট কোহালি ফাউন্ডেশন প্রতিবছর কম করে এই কাজের পিছনে দু’কোটি টাকা করে খরচ করে। রান করার পাশাপাশি দেশের অন্য স্বার্থে এ ভাবেই তিনি তাঁর ভূমিকা রেখে যাচ্ছেন নিয়মিত। এখনও পর্যন্ত ৬০টি টেস্টে ৪৬৫৮ ও ১৯৪টি টেস্টে ৮৫৮৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। সেই পরিসংখ্যান যে আরও বাড়বে তা নিয়ে কোনও সংশয় নেই। সেই কোহালির বিশ্বাস ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘‘ক্রীড়াক্ষেত্রে দ্রুত উঠে আসছে ভারত। এটাই আসল সময় দেশে এমন এক ইনস্টিটিউট গড়ে তোলা যেখানে সেরাদের সম্মান দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভাদেরও তুলে আনা হবে।’’

বিরাট এও জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর ফাউন্ডেশন বছরে দু’কোটি টাকা খরচ করলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেটা বাড়বে। বলেন, ‘‘আমার জীবনে ক্রিকেট ছাড়া আর কিছু নেই। ক্রিকেটই আমাকে তৈরি করেছে। আর আমি যদি মানুষের কাছে পৌঁছতে পারি তা হলে খুব ভাল।’’ এ দিন পুলেল্লা গোপীচাঁদের পাশে বসে ছোটবেলার কথা মনে করলেন বিরাট। বলেন, ‘‘আমার মনে আছে বন্ধুদের সঙ্গে বসে গোপী স্যারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়া দেখেছিলাম। আমার এক বন্ধু ছিল যে রাজ্য স্তরে ব্যাডমিন্টন খেলত ওর সঙ্গেই দেখেছিলাম। গোপী স্যারের জন্য আমরা গর্বিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement