ছবি: পিটিআই।
ইন্ডিয়া ক্যাপধারী অনেক জিনিয়াসই তো শনিবার ইডেনে নেমেছিলেন। তবে, অন্যদের থেকে তিনি স্পেশাল কেন? তিনি মানে টিম ইন্ডিয়ার পোস্টার বয় বিরাট কোহলি। তা উত্তরটা এখনও না জানলে জেনে নিন। পারফর্ম করার প্রচণ্ড খিদে রয়েছে কোহলির। হ্যাঁ, এটাই অন্যদের থেকে মাইল খানেক এগিয়ে দিয়েছে কোহলিকে। এমনটাই মনে করেন মহেন্দ্র সিংহ ধোনি। ইডেনে পাক-বধের পর ম্যাচের চুলচেরা বিশ্লেষণে গিয়ে কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ধোনি বলেন, “ম্যাচে সামান্যতম সুযোগ পেলেও তা কাজে লাগাতে উদ্গ্রীব বিরাট। তা ছাড়া, নিজের ফিটনেসের দিকেও সব সময় খেলায় রাখেন তিনি।”
টিম ইন্ডিয়ার নয়া মিস্টার ডিপেন্ডেবল কোহলির রানিং বিটুইন দ্য উইকেটসের তুলনাহীন বলে মত ধোনির। মাহি জানিয়েছেন, দ্রুত রান নিতে পারেন ক্রিজে এমন ব্যাটসম্যানের সঙ্গ বেশ উপভোগ করেন বিরাট।
আরও পড়ুন
বিরাট-ব্যাটে শাপমুক্তি, কুড়ি বছর পার করে হাহাকার ঘুচল ইডেনের
বিরাটের পাশাপাশি সুরেশ রায়নার হয়েও ব্যাট ধরলেন মাহি। ওয়ার্ল্ড কাপের দু’টো ম্যাচে এখনও পর্যন্ত সে ভাবে ছাপ ফেলতে না পারলেও মাহি মনে করেন টিমের চার নম্বর জায়গাটা রায়নার দখলেই থাকা উচিত। অফ ফর্মের চললেও টিম ইন্ডিরার প্লেয়াররা বরাবরই ক্যাপ্টেন কুলের সাপোর্ট পেয়েছেন। এ দিনও তার ব্যতিক্রম ঘটেনি। সাংবাদিক সম্মেলনে আরও দরাজ হয়ে ধোনি বলেন, “প্লেয়ারদের খারাপ ফর্মের সময় তাঁদের পাশে দাঁড়ানোটা খুবই জরুরি।” মাহি মনে করেন, “স্ট্যাটিকটিক্স দেখলে দেখা যাবে, অনেকেই তিন নম্বর পজিশনে ব্যাট করতে পারে। কিন্তু, এই পজিশনে অনেক এগিয়ে বিরাট। একই ভাবে, আমি মনে করি, অন্যদের থেকে চার নম্বরটা রায়নাই যোগ্য জায়গা।”