শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্রামে কোহলি, নতুন মুখ নেগি

দারুণ ছন্দে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। অস্ট্রেলিয়া থেকে টি২০ সিরিজ জিতে ফেরার পিছনেও রয়েছে তাঁর বড় ভূমিকা। তাই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৬
Share:

দারুণ ছন্দে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। অস্ট্রেলিয়া থেকে টি২০ সিরিজ জিতে ফেরার পিছনেও রয়েছে তাঁর বড় ভূমিকা। তাই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে। দলে নতুন মুখ পবন নেগি। চেন্নাই সুপার কিংসের এই বাঁহাতি স্পিনারের জন্য এই প্রথম জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ না পাওয়া ভুবনেশ্বর কুমার ফিরছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে। দলে আসছেন মনীশ পান্ডে।

Advertisement

অস্ট্রেলিয়ায় টি২০ দলে সুযোগ পাওয়া ঋষি ধবন, গুরকিরাত সিংহ মান ও উমেশ যাদবের এই দলে জায়গা হচ্ছে না। আগামী ৯ ফেব্রুয়ারি পুনেতে শুরু হচ্ছে এই সিরিজ। পুনে ছাড়াও খেলা হবে ১২ ফেব্রুয়ারি রাঁচি ও ১৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। আগে ১২ ফেব্রুয়ারির খেলাটি হওয়ার কথা ছিল দিল্লিতে। কিন্তু দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন এই মুহূর্তে খেলা আয়োজন করার অবস্থায় না থাকায় রাঁচিতে হবে সেই ম্যাচ। ভুবনেশ্বর কুমার ও অজিঙ্ক রাহানে না থাকায় ঋষি ও গুরকিরাতকে দলে নেওয়া হয়েছিল। এই দু’জনই ফিরছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে।

আরও খবর

Advertisement

অ্যারন ফিঞ্চকে পিছনে ফেলে একে বিরাট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement