নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না পন্থ। —ফাইল চিত্র।
দারুণ প্রতিভা ঋষভ পন্থ। কিন্তু সেই প্রতিভা নষ্ট হচ্ছে। দেশের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের এমনটাই দাবি।
একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি আজাদ বলছেন, ‘‘উইকেট কিপারের থেকেও ভাল ব্যাটসম্যান হয়ে উঠতে পারে পন্থ। তবে ওর মাথাটা ঠিক রাখতে হবে। ওকে মাথায় রাখতে হবে ও টি টোয়েন্টি ক্রিকেট খেলছে না, ওয়ানডে ক্রিকেট খেলছে। প্রতি বলে মারব, এই চিন্তা মাথা থেকে দূরে রাখতে হবে।’’
পন্থের মতো প্রতিভা নষ্ট হচ্ছে দেখাটা পীড়াদায়ক বলেই মনে করেন কীর্তি আজাদ। তিনি বলছেন, ‘‘উইকেটে টিকে থাকা শিখতে হবে পন্থকে। উইকেটে টিকে থাকলে রানও আসবে।’’
আরও পড়ুন: ‘ধোনি নয়, আমার মতে সেরা ক্যাপ্টেন দাদা’
মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসেবে ভাবা হয়েছিল পন্থকে। কিন্তু তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মারতে গিয়ে বহু বার নিজের উইকেট ছুড়ে দিয়েছেন পন্থ। সমালোচিত হয়েছেন। তাঁকে নিয়ে তেতো প্রশ্ন গিলতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
কীর্তি আজাদ বলছেন, ‘‘ভাল বলে উইকেট যাবেই। কিন্তু বড় শট খেলতে গিয়ে প্রতিবার উইকেট যাওয়াটাও ঠিক নয়। পন্থের মতো প্রতিভা নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে।’’