Derby

বড় ম্যাচ বাতিল শুনে হতাশ কিবুরা

হাতে ইতিমধ্যেই আই লিগ ট্রফির ট্যাটু এঁকে ফেলেছেন ফ্রান গঞ্জালেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৫:২০
Share:

হতাশ ভিকুনা

জার্সিতে আই লিগের ট্রফির ছবি দেওয়া সবুজ-মেরুন জার্সি পরে এসে জোসেবা বেইতিয়া বলেছিলেন, ‘‘ফাঁকা মাঠে ডার্বি হলে আমাদের কোনও সমস্যা নেই। বাকি চার ম্যাচ জেতার জন্য প্রস্তুতি নিচ্ছি।’’

Advertisement

হাতে ইতিমধ্যেই আই লিগ ট্রফির ট্যাটু এঁকে ফেলেছেন ফ্রান গঞ্জালেস। নেতাজি ইন্ডোরে তাঁকে নিয়ে ছবি তোলার হুড়োহুড়ি পরে গিয়েছিল দর্শকদের। বলছিলেন, ‘‘ট্রফি পেয়েছি। এ বার ডার্বি জিততে হবে। আমাদের ফোকাস এখন ইস্টবেঙ্গল।’’

কিবু ভিকুনা রাজ্য সরকারের দেওয়া ট্রফি নেওয়ার পরে জানিয়ে দিলেন, ‘‘খেতাব জেতা হয়ে গেলেও আমাদের লক্ষ্য বাকি সব ম্যাচ অপরাজিত থেকে লিগ শেষ করা।’’

Advertisement

রবিবারের দর্শক-শূন্য মাঠে ডার্বি হবে ধরে নিয়ে দুপুরে যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি শুরু করেছিলেন মোহনবাগানের ফুটবলাররা। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে জানার পর কিবু-সহ সব ফুটবলাররা হতাশ। সেট পিস, পাসিং ফুটবল এবং দু’দলে ভাগ হয়ে ম্যাচ খেলার পরে ড্রেসিংরুমে ফিরেই কিবু-সহ পুরো দল জানতে পারে খেলা হচ্ছে না। বেইতিয়া জানতে চান, ‘‘খেলা কবে হবে?’’ মাঠে উপস্থিত কর্তাদের কাছে একই প্রশ্ন করেন স্পেনীয় কোচ। তারাও কোনও জবাব দিতে পারেননি।

মোহনবাগান কর্তারা অবশ্য কোচকে জানিয়ে দিয়েছেন, আই লিগ স্থগিত হয়ে গেলেও অনুশীলন চলবে। ক্লাব সূত্রের খবর, কুড়ি দিনের আগে আই লিগের কোনও ম্যাচ নেই। তাই মাঝেমধ্যে কয়েক দিন বিশ্রাম দেওয়া হতে পারে ফুটবলারদের। যুবভারতী পাওয়া না গেলে ক্লাবের মাঠে অনুশীলন হবে। সবুজ-মেরুন কর্তারা অবশ্য বারবার ফেডারেশনের কাছে জানার চেষ্টা করছেন, কবে শুরু হবে খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement