Kibu Vicuna

আই লিগ জয়ের এক বছর, নস্টালজিক কিবু ভিকুনা, ফ্রান গঞ্জালেজ, জোসেবা বেইতিয়ারা

গত বছর আজকের দিনেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল কিবু ভিকুনার মোহনবাগান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৫:৪১
Share:

ফাইল চিত্র

গত বছর আজকের দিনেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল কিবু ভিকুনার মোহনবাগান।করোনার কারণে লিগ অসমাপ্ত থাকলেও১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের বাকি দলগুলোর থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যায় তারা। ফলে ফেডারেশনের তরফ থেকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় মোহনবাগানকে। অন্য দিকে আইএসএলেও নর্থ ইস্টকে হারিয়ে এটিকে মোহনবাগান মঙ্গলবারই চলে গিয়েছে ফাইনালে। আরও একবার ভারতসেরা হওয়ার সুযোগ থাকছে সবুজ মেরুনের সামনে।

Advertisement

বুধবার নেটমাধ্যমে গতবারের ছবি দিয়ে মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা লেখেন, ‘খারাপ সময় এলে বার বার ভাল সময়ের কথা মনে করতে হয়। আর এটা একটা বিশেষ মুহূর্ত। এই মুহূর্ত এসেছে অসাধারণ দল, সহকারী কোচ ও ক্লাবেরসদস্যদের জন্য। তাদের সকলকে ধন্যবাদ’।

গত মরসুমের ছবি নেটমাধ্যমে দিয়েছেল ফ্রান গঞ্জালেজ, জোসেবা বেইতিয়া ও পাপা বাবাকর জিওহারাও । নেটমাধ্যমে গঞ্জালেজ মোহনবাগান সমর্থকদের উদ্দ্যেশে লেখেন, ‘এক বছর আগে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। এই খেতাব তোমাদের জন্য’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement