কার্ড সমস্যায় লাজং ম্যাচে নেই এদুয়ার্দো ফেরিরা।
আই লিগে লাজং এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মরণ-বাঁচন ম্যাচ আগামী ৫ মার্চ শিলংয়ে। কিন্তু এখন থেকেই উদ্বেগ শুরু লাল-হলুদ শিবিরে। নেপথ্যে কার্ড সমস্যায় এদুয়ার্দো ফেরিরা-র ছিটকে যাওয়া।
এক দিন বিশ্রামের পরে মঙ্গলবার সকালে লাজং ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েন কোচ খালিদ জামিল। তবে এ দিন বিদেশিদের তিনি বিশ্রাম দিয়েছিলেন। বাকি ফুটবলারদের নিয়ে ঘণ্টাখানেক অনুশীলনের পরে লাল-হলুদ কোচ বললেন, ‘‘এদুয়ার্দো দুর্দান্ত ফুটবলার। আমাদের দলের অন্যতম সেরা ডিফেন্ডার। আই লিগে প্রায় সব ম্যাচই খেলেছে। শুধু অসুস্থতার কারণে গোকুলম এফসি-র বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারেনি। ফলে লাজংয়ের বিরুদ্ধে এদুয়ার্দোর অভাব তো অনুভব করবই।’’ তার পরেই যোগ করলেন, ‘‘এদুয়ার্দোর বিকল্প হিসেবে অর্ণব মণ্ডল ও সালামরঞ্জন সিংহ তৈরি আছে।’’
সোমবার পঞ্চকুল্লায় ঘরের মাঠে আইজল এফসি-কে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে মিনার্ভা এফসি। খালিদ অবশ্য তা নিয়ে খুব বেশি ভাবতে নারাজ। লাল-হলুদ কোচের কথায়, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখনও আমাদের শেষ হয়ে যায়নি। তবে এই মুহূর্তে অন্য কোনও দলের দিকে তাকাতে চাই না। পরের দু’টো ম্যাচই জিততে চাই।’’