রুশ তরুণের কাছে হেরে গেলেন নোভাক

টেনিস মরসুমের প্রায় শেষ দিকে এসে বড় অঘটন ঘটালেন কারেন খেচানভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০৩:১৪
Share:

হতাশ: প্যারিসে ফাইনালে পরাজিত জোকোভিচ। রবিবার। এএফপি

টেনিস মরসুমের প্রায় শেষ দিকে এসে বড় অঘটন ঘটালেন কারেন খেচানভ। রবিবার প্যারিস মাস্টার্সের ফাইনালে এই রুশ তরুণ হারিয়ে দিলেন নোভাক জোকোভিচকে। খেলার ফল ৭-৫, ৬-৪। অথচ সোমবারই দীর্ঘদিন পরে এটিপি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরবেন সার্বিয়ান মহাতারকা। আর শনিবারই তিনি সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে এখানে খেললেন। শুধু তাই নয় বাইশ বছরের এই রুশ তরুণ থামিয়ে দিলেন ট্যুরে নোভাকের তিন মাস ধরে টানা ম্যাচ জিতে যাওয়ার নজির।

Advertisement

স্বভাবতই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ফেরার আগে প্যারিসে জিতে উৎসব করা হল না জোকোভিচের। এখানে এ বার জিতলে তিনি প্যারিসে পাঁচ বার জিতে রেকর্ড করতেন। সেখানে এক ঘণ্টা ৩৭ মিনিট লড়ে হেরেই গেলেন শেষ পর্যন্ত। তবে এই ফাইনালে জোকোভিচকে বেশ ক্লান্ত দেখিয়েছে। বোঝা যাচ্ছিল, বছরের শেষে এসে পর পর ম্যাচ খেলে যাওয়ার ধকল আর তিনি নিতে পারছেন না। অন্তত রবিবার প্যারিসের এই ম্যাচটার ক্ষেত্রে সে রকমই মনে হয়েছে।

সেমিফাইনালে জিতে জোকোভিচ বলেছিলেন, ‘‘আমার কেরিয়ারের রজারের বিরুদ্ধে অন্যতম সেরা লড়াই।’’ আর ফাইনালে অপ্রত্যাশিত ভাবে হেরে তাঁকে বলতে শোনা গেল, ‘‘কিছু করার নেই। কখনও কখনও এ রকম হয়ই। তবে কারেন কিন্তু দারুণ খেলেছে। ও এতটা ভাল খেলবে সত্যিই ভাবতে পারিনি। ওকে অভিনন্দন।’’

Advertisement

পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে জোকোভিচ অবশ্য স্বীকার করে নেন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না ফাইনালে। তবে তাঁর অসুস্থতা নিয়ে বিশদে কিছু বলতে রাজি হননি। তাতে তরুণ প্রতিদ্বন্দ্বীর কৃতিত্ব খাটো করা হবে বলে মনে করেন জোকোভিচ। ‘‘আমি নিজেকে নিয়ে নয়, এই সপ্তাহে কী রকম দুরন্ত খেলল ও (খেচানভ) সে নিয়ে কথা বলতে চাই। আমার মনে হয় সর্বোচ্চ পর্যায়ের টেনিসে ও যে রকম খেলছে, ভবিষ্যতে আমরা ওর থেকে আরও দুরন্ত সব পারফরম্যান্স পাব।’’ তবে এই ম্যাচে হারলেও তা নিয়ে ভাবছেন না জোকোভিচ। বরং টানা কুড়িরও বেশি ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে এ বার নামতে চান আসন্ন এটিপি ফাইনালসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement