Kane Williamson

ব্যাটিংটাই পাল্টে দিয়েছে বিরাট, মুগ্ধ উইলিয়ামসন 

কোহালি নিজেও উইলিয়ামসন সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:৫৩
Share:

শ্রদ্ধাশীল: ম্যাচ চলছে। মাঠের ধারে বসে কোহালি-কেন। টুইটার

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা তিন ব্যাটসম্যানের তালিকা তৈরি করা হলে, তাঁর নাম প্রথম তিন জনে থাকবেই। কিন্তু সেই কেন উইলিয়ামসনের প্রিয় ব্যাটসম্যান কে?

Advertisement

ইনস্টাগ্রাম শো-এ এই প্রশ্নটাই তাঁর সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ উইলিয়ামসনকে করেছিলেন ডেভিড ওয়ার্নার। যে প্রশ্নের জবাবে নিউজ়িল্যান্ড অধিনায়ক এক জন নয়, দু’জন ব্যাটসম্যানের নাম করেছেন। তাঁরা হলেন বিরাট কোহালি এবং এ বি ডিভিলিয়ার্স। উইলিয়ামসন বলেছেন, ‘‘এক জনের নাম করা খুব কঠিন। তাই এই দু’জনকে বাছতে হল।’’

কেন কোহালি এবং ডিভিলিয়ার্স? ভারত অধিনায়ক সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘‘তিন ধরনের ক্রিকেটেই শাসন করার একটা খিদে আছে বিরাটের মধ্যে। বিরাটের খেলা দেখতে ভাল লাগে, ওর বিরুদ্ধে খেলতে ভাল লাগে। ওর থেকে শিখতেও ভাল লাগে। ও ব্যাটিংয়ের মানটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।’’ দক্ষিণ আফ্রিকার ডিভিলিয়ার্সকে কেন পছন্দ করেন তিনি? উইলিয়ামসন বলেছেন, ‘‘আমি জানি, ডিভিলিয়ার্স এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলে। কিন্তু দক্ষতার দিক দিয়ে ও সর্বোচ্চ স্তরেই আছে। আমাদের সময়ের ও এক জন বিশেষ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। তবে আরও অনেক ভাল ক্রিকেটারও আছে।’’

Advertisement

কোহালি নিজেও উইলিয়ামসন সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল। এর আগে নিউজ়িল্যান্ড সফরে ম্যাচ চলাকালীন উইলিয়ামসনের সঙ্গে মাঠের ধারে বসে কথা বলতে দেখা গিয়েছিল কোহালিকে। নিউজ়িল্যান্ডের ক্রিকেট সংস্কৃতির প্রশংসা করে কোহালি তখন বলেছিলেন, ‘‘উইলিয়ামসন হল এমন এক জন ক্রিকেটার, যার সঙ্গে বাউন্ডারি লাইনের ধারে বসে জীবন নিয়ে কথা বলা যায়।’’

কোহালির দলের তারকা পেসার যশপ্রীত বুমরার সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলতে গিয়ে তাঁকে ইয়র্কারের মুখে ফেলে দেন যুবরাজ সিংহ। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান প্রশ্ন করেন বুমরাকে, কে ব্যাটসম্যান হিসেবে এগিয়ে সচিন তেন্ডুলকর না বিরাট কোহালি? বুমরা প্রশ্নের জবাব এড়িয়ে যান। যুবরাজ আরও প্রশ্ন করেন, ম্যাচ ফিনিশার হিসেবে কে বেশি ভাল, যুবরাজ না ধোনি? বুমরা বলেন, ‘‘এক জনকে বেছে নিতে পারব না। এটা অনেকটা বাবা আর মায়ের মধ্যে এক জনকে বেছে নেওয়ার মতো।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement