কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন কাকা

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলে কাকা। কাকা ছিটকে যাওয়াটা ব্রাজিলের জন্য বড় ধাক্কা। কোপা শুরু হতে বাকি আর মাত্র দু’দিন। তিন দিন পরেই ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই বছরের কোপা শুরু করছে ব্রাজিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ১৮:৩৫
Share:

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলে কাকা। কাকা ছিটকে যাওয়াটা ব্রাজিলের জন্য বড় ধাক্কা। কোপা শুরু হতে বাকি আর মাত্র দু’দিন। তিন দিন পরেই ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই বছরের কোপা শুরু করছে ব্রাজিল। এর মধ্যে কাকা নানা থাকায় তাঁর পরিবর্ত খুঁজতে কাল ঘাম ছুটছে টিম ম্যানেজমেন্টের। যদিও ইতিমধ্যেই পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে সাও পাওলোর পাওলো এনরিক গানসোকে।

Advertisement

৩৪ বছরের কাকার সামনে এই প্রথম কোপায় খেলার সুযোগ ছিল। কিন্তু সেটাও হল না। লস অ্যাঞ্জেলেসে অনুশীলনের সময় চোট পান এই তারকা স্ট্রাইকার। টিমের তরফে জানানো হয়েছে, অনুশীলনে সময় কাকা ব্যথা অনুভব করায় তাঁর এমআরআই করানো হয়। যেখানে‌ই ধরা পরে কাকার চোট। যদিও ১৫-২০ দিনের বিশ্রামেই সুস্থ হয়ে ওঠার কথা দাবী করেছে টিম ম্যানেজমেন্ট।

আরও খবর

Advertisement

বিতর্ক শেষ করে কোপায় আর্জেন্তিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement