টানা ষষ্ঠ খেতাবের সামনে য়ুভেন্তাস

য়ুভেন্তাস তাদের টানা ষষ্ঠ লিগ খেতাবের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেরি আ-তে এই মুহূর্তে দ্বিতীয় দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। বিরাট কোনও অঘট না ঘটলে য়ুভেন্তাস ফের চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ার পথে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৩:৫৫
Share:

রেকর্ড: জোড়া গোলে নজিরের দিকে হিগুয়াইন। ছবি: গেটি ইমেজেস

য়ুভেন্তাস তাদের টানা ষষ্ঠ লিগ খেতাবের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেরি আ-তে এই মুহূর্তে দ্বিতীয় দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। বিরাট কোনও অঘট না ঘটলে য়ুভেন্তাস ফের চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ার পথে।

Advertisement

দুরন্ত ফর্মে রয়েছেন য়ুভেন্তাসের এক নম্বর তারকা গঞ্জালো হিগুয়াইন। পেসকারা-কে হারানোর পথে প্রথমার্ধেই দু’গোল করেন তিনি। এ নিয়ে সেরি আ-তে তিনি চলতি মরসুমে ২৩ গোল করে ফেললেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার মুখোমুখি হচ্ছে য়ুভেন্তাস। তার আগে হিগুয়াইনের ফর্ম কিছুটা হলেও চাপে রাখবে বার্সেলোনাকে। লুইস এনরিকে এবং তাঁর দল নিশ্চয়ই ভুলে যায়নি যে, প্রথম লেগে তিন গোল খেয়ে যে হেরেছিল বার্সা, তার দু’টি গোল এসেছিল হিগুয়াইনের কাছ থেকেই।

দেশের জার্সিতে মেসির সতীর্থ গোল স্কোরার হিসেবে ইউরোপের সেরাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন। ইউরোপের লিগে ২০০তম গোলও করে ফেলেছেন হিগুয়াইন। ইউরোপের লিগে তাঁর গোলসংখ্যা এখন ২০১। এই তালিকায় এক নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপের লিগে তিনি করেছেন ৩৬৩ গোল। দ্বিতীয় স্থানে মেসি। তিনি করেছেন ৩৩৯ গোল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement