রোনাল্ডোর দুরন্ত গোলেও জয় এল না

অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে ব্যর্থ জুভেন্তাস হয়তো ফিরতি লেগের সাক্ষাতের আগে খানিকটা অস্বস্তিতে রইল। তবে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ১২৫ নম্বর গোল করে ফেলা পর্তুগিজ তারকার আগ্রাসী মেজাজই আশ্বস্ত করে রাখল ম্যানেজার মাসিমিলিয়ানো আলেগ্রিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০৪:৩২
Share:

দুরন্ত: আয়াখ্‌সের বিরুদ্ধে উড়ন্ত হেডে গোল রোনাল্ডোর। রয়টার্স

চোট সারিয়ে তিনি ফিরলেন। শুন্যে শরীর ছুড়ে দিয়ে দুর্দান্ত হেডে গোলও করলেন। কিন্তু ম্যাচের শেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখে দেখা গেল না তৃপ্তির হাসি।

Advertisement

অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে ব্যর্থ জুভেন্তাস হয়তো ফিরতি লেগের সাক্ষাতের আগে খানিকটা অস্বস্তিতে রইল। তবে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ১২৫ নম্বর গোল করে ফেলা পর্তুগিজ তারকার আগ্রাসী মেজাজই আশ্বস্ত করে রাখল ম্যানেজার মাসিমিলিয়ানো আলেগ্রিকে। যিনি বুধবার সাংবাদিক সম্মেলনে এসে বলে গিয়েছেন, ‘‘রোনাল্ডো প্রমাণ করে দিয়েছে, ও কোন প্রজাতির ফুটবলার। ফলে আমরা এই ফলে হতাশ হচ্ছি না। এর পরের ম্যাচটা আমরা ঘরের মাঠে খেলব। জুভেন্তাসও পাল্টে যাবে।তা ছাড়া মনে রাখবেন অ্যাওয়ে ম্যাচে গোলের অন্য মূল্য রয়েছে। তাই আমি অন্তত চাপের মধ্যে থাকছি না।’’

প্রি কোয়ার্টার ফাইনালে আতলেতিকো দে মাদ্রিদের হয়ে সেই স্মরণীয় ম্যাচের পরে ( যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি) বুধবার ফের মাঠে নেমেছিলেন রোনাল্ডো। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে সতীর্থ হোয়াও কানসেলোর সেন্টারে শূন্যে শরীর ছুড়ে দিয়ে হেডে চোখধাঁধানো গোল করে যান তিনি। যদিও এক মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফিরিয়ে আনে আয়াখ্‌সও। সমতার গোল করেন দাভিদ নেরেস। কিন্তু আলেগ্রি সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন রোনাল্ডোর ফুটবল দেখে। তিনি বলেছেন, ‘‘ওর সময়জ্ঞানের কোনও তুলনা হয় না। যে ভাবে ও শুন্যে শরীর ছুড়ে দিয়ে হেডে গোলটা করেছে, তা অবিশ্বাস্য। কে বলবেন, এই ছেলেটা সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফিরেছে। এতেই বোঝা যায় রোনাল্ডোর সঙ্গে বাকিদের প্রভেদ কোথায়। আমি নিশ্চিত, ফিরতি লেগে রোনাল্ডো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’’

Advertisement

আর যাঁকে নিয়ে উচ্ছ্বসিত জুভেন্তাস ম্যানেজার, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট করেছেন, ‘‘ফিরে এসে এমন একটা দুর্দান্ত গোল করে খুব আনন্দ হচ্ছে। আমরা এখনও লড়াইয়ে রয়েছি। জুভেন্তাস দারুণ খেলেছে।’’ ক্লাবের ওয়েবসাইটে রোনাল্ডোর প্রশংসা করে রক্ষণের অন্যতম স্তম্ভ লিয়োনার্দো বোনুচ্চি বলেছেন, ‘‘ফের প্রমাণ হয়ে গেল, রোনাল্ডোই বিশ্বের সেরা ফুটবলার। ওকে সামনে রেখেই আমরা এ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতব।’’ পাওলো দিবালার মন্তব্য, ‘‘রোনাল্ডোর কোনও বিকল্প হয় না। ও মাঠে ফিরতেই দলের মানসিকতা পাল্টে গিয়েছে। আমরা ফিরতি লেগের ম্যাচে অবশ্যই জিতব।’’

ফিরতি লেগে তাঁর দলই যে জিতবে, তা নিয়ে আলেগ্রির সংশয় না থাকলেও তিনি ফুটবলারদের সতর্ক করে রাখতেও ভুলছেন না। ইতিহাস বলছে, প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ১-২ গোলে হারের পরে সান্তিয়াগো বের্নাবাউয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল আয়াখ্‌স আমস্টারডাম। পিরতে লেগে দালে ব্লিন্দরা জিতেছিলেন ৪-১ গোলে। সেই প্রসঙ্গ টেনে আলেগ্রি বলেছেন, ‘‘যারা রিয়াল মাদ্রিদের মতো দলকে তাদের মাঠে হারিয়ে দিতে পারে, তাদের সমীহ করতে বাধ্য। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। আর যে হেতু ম্যাচটা ১-১ গোলে শেষ হয়েছে, ফলে তুরিনে দ্বিতীয় পর্বের লড়াইটা আবার শূন্য থেকে শুরু হবে।’’ এখন অপেক্ষা জমজমাট দ্বিতীয় পর্বের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement