মোহনবাগান তাঁবুতে ব্যারেটো নিজস্ব চিত্র
কলকাতায় এসে নবরূপে সজ্জিত মোহনবাগান তাঁবু ঘুরে দেখলেন হোসে রামিরেজ ব্যারেটো। বৃহস্পতিবার নিজের দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার আগে কলকাতায় এসে মোহনবাগান তাঁবু ঘুরে দেখলেন সবুজ তোতা। দুপুর সাড়ে বারোটা নাগাদ সবুজ-মেরুন তাঁবুতে ঢুকেছিলেন ব্যারেটো। প্রায় দু’ঘণ্টা পরে ক্লাব তাঁবু থেকে বেরিয়ে যান তিনি। নতুন তাঁবু দেখে বাকরুদ্ধ ব্যারেটো। ফেসবুকে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি।
ব্যারেটকে ১৯১১-র মোহনবাগান জার্সি উপহার দেন ক্লাব কর্তারা। সেই জার্সি সঙ্গে সঙ্গে পরে ফেলেন ব্যারেটো। ফেসবুকে ব্যারেটো লেখেন, ‘কলকাতা আমার কাছে দ্বিতীয় বাড়ি। আমি সব সময় ফিরতে চাই এই শহরে। মোহনবাগানের ক্লাব তাঁবু দেখে আমি অবাক হয়েছি। ইতিহাস আর স্থাপত্যের দারুণ নিদর্শন এই ক্লাব তাঁবু। ভারতে যত বার আসব মোহবাগানের তাঁবু দেখে যাব। আরও এক বার মোহনবাগানের জার্সি পরতে পেরে গর্ব অনুভব করছি। অমর একাদশের এই জার্সি আমাকে উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের অনেক ধন্যবাদ।’
সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তের সঙ্গে ব্যারেটো নিজস্ব চিত্র
ব্যারেটোর সঙ্গে ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বসু, কর্তা দেবাশিস দত্ত-সহ কার্যকরী কমিটির সদস্যরা।