জো রুট ও বিরাট কোহলী টুইটার
লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান করলেও দলকে জেতাতে পারেননি। তবে ভাল ব্যাট করে ইংল্যান্ড অধিনায়ক জো রুট আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দু’ নম্বরে উঠে এলেন। শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন। রুট ও নিউজিল্যান্ড অধিনায়কের পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। এই সিরিজে ভাল খেলতে পারলে উইলিয়সামসনকে টপকে যেতে পারেন রুট।
ভারতের তিন ব্যাটসম্যান বিরাট কোহলী, রোহিত শর্মা ও ঋষভ পন্থ রয়েছেন প্রথম দশে। পাঁচ নম্বরে বিরাট, ছয় নম্বরে রোহিত ও সাত নম্বরে আছেন ঋষভ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল খেলে আট নম্বরে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম।
টেস্ট বোলারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। দু’ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এক ধাপ উঠে ছ’নম্বরে আছেন জিমি অ্যান্ডারসন। এক ধাপ নেমে গিয়েছেন যশপ্রীত বুমরা।
অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে নেমে এসেছেন রবীন্দ্র জাডেজা। চার নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন অশ্বিন।