jishu sengupta

যিশু, সৃজিত জমিয়ে দিলেন ক্রিকেট কার্নিভ্যাল

জমেই গেল বটে। বারাসতে আয়োজিত টলিউড একাদশ বনাম আদিত্য স্কুল অব স্পোর্টস টি-টোয়েন্টি ম্যাচ টাই হল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ২১:০৭
Share:

সৃজিতের সঙ্গে এক ফ্রেমে পীযূষ , যিশু। ছবি-ফেসবুক

যিশু সেনগুপ্তের ব্যাটে রানের ঝড়। সৃজিত মুখোপাধ্যায়ের দারুণ উইকেট কিপিং। সঙ্গে মুখ্য অতিথি হিসেবে পীযূষ চাওলাঈশান পোড়েলের উপস্থিতি। জমে গেল রবিবারের ক্রিকেট কার্নিভ্যাল। জমেই গেল বটে। বারাসতে আয়োজিত টলিউড একাদশ বনাম আদিত্য স্কুল অব স্পোর্টস টি-টোয়েন্টি ম্যাচ টাই হল!

Advertisement

যিশু, সৃজিত ছাড়াও ছিলেন টলিউডের একাধিক কলাকুশলী। ঈশান না খেললেও আদিত্য স্কুলের হয়ে মাঠে নেমে পড়েন ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য পীযুষ। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৪ রান তোলে আদিত্য স্কুল অব স্পোর্টস। তাদের হয়ে সর্বাধিক রান করেন অনির্বাণ আদিত্য। জবাবে ব্যাট করতে নেমে সেই ১২৪ রানেই থেমে যায় টলিউডের ইনিংস। খেলায় বাড়তি নজর কাড়লেন যিশু, সৃজিত।

যিশু ছেলেবেলা থেকেই ক্রিকেট খেলতেন। প্রয়াত গোপাল বসুর কাছে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি একটা সময়ে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের নিয়মিত সদস্য ছিলেন। সৃজিত বরাবরই ক্রিকেট অনুরাগী। এই দুজনই গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement